26/04/2024 : 1:48 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

মন্ত্রীর উপস্থিতিতে বিদায়ী সম্বর্ধনা লাইব্রেরিয়ানের

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ২২ জানুয়ারি ২০২১:


পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের নতুনহাটে রয়েছে নতুনহাট মিলন পাঠাগার।
সেই মিলন পাঠাগারের গ্রন্থাগারিক হাসনাথ জামান দীর্ঘ ২৪ বছর এই লাইব্রেরীতে দায়িত্বে ছিলেন আজ তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।

মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এই অনুষ্ঠান থেকে সকলকে আহ্বান জানান, যে গ্রন্থকার হলো জাতীয় সম্পদ। এটাকে রক্ষা করা সকলের দায়িত্ব, আর এই লাইব্রেরীতে যে শূন্যপদ হল তা খুব তাড়াতাড়ি নতুন গ্রন্থাগারিক এসে পূর্ণ হয়ে যাবে।

মন্ত্রীর আশ্বাসে নতুনহাট এলাকাবাসী খুশি হয়েছেন। গ্রন্থাগারিক হাসনাথ জামানকে এলাকার সকল সম্প্রদায়ের মানুষ সম্বর্ধনা জানান।
পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে হয় লাইব্রেরীর পক্ষ থেকে।

গ্রন্থগারের সেক্রেটারি নূর আনসারী জানান, আজ আমাদের লাইব্রেরিয়ানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ছিল, সকলেরই মন খারাপ কারণ,দীর্ঘ ২৪ বছর উনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন,আমরা সকলে উনার বাকি জীবন আনন্দে কাটুক সেই আশীর্বাদ করি ঈশ্বর, আল্লাহর কাছে।

Related posts

নাদনঘাট নবদ্বীপ রোডে বাস দুর্ঘটনা, আহত ৬

E Zero Point

সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল টেস্টিং ল্যাবের উদ্বোধন

E Zero Point

মেমারি পৌরসভার উদ্যোগে জলের ট্যাঙ্ক প্রকল্পের শিলান্যাস

E Zero Point

মতামত দিন