26/04/2024 : 12:11 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গ

রেশন আর ভাষণ নয়, কাজ চাই

আলেক শেখ, কালনা,  ৩০ জুলাইঃ  দাবিপত্র হাতে নিয়ে  ময়নাগর গ্রামের মানুষ এক সাথে আওয়াজ তুললেন– রেশন আর ভাষণ নয়, কাজ চাই। বৃহস্পতিবার সিপিআইএমের কালনা-২ এরিয়া কমিটির উদ্যোগে এই গ্রামে দাবি  ও করোনা সতর্কতা দিবস পালিত হয়।  লগ ডাউনের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব  বজায় রেখে ব্যাচ পরানো,  দাবি ও সতর্কতা পত্র বিলি করা হয়।   সক্রিয়ভাবে অংশগ্রহন করেন  মহিলানেত্রী মিতালি মুখার্জি, গুরুপদ ব্যানার্জি, শম্ভু ক্ষেত্রপাল প্রমুখ।   কালনা-২ ব্লকের বড় ধামাস গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ময়নাগর গ্রাম তফসিল জাতি\উপজাতি অধ্যসিত গ্রাম। অধিকাংশই ক্ষেতমজুর।  কৃষির অবস্থা তলানিতে নেমে যাওয়ায় সারাবছর তাঁরা কাজ পাননা। ফলে  বিভিন্ন  ক্ষেত্রে জনমজুর খেটে জীবন নির্বাহ করতে হয়।  কিন্তু   অপরিকল্পিত লকডাউনেরা কারনে এখানকার  মানুষের জনমজুরের কাজ জুটেছে না।  তাই  তারা একদিন ১০০ দিনের কাজের দাবিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েত দপ্তর ঘেরাও  করে  কাজ আদায় করেন।  মাত্র ৬ দিন করে কাজ দিয়ে গ্রামে ১০০ দিনের কাজ বন্ধ। সেই কাজের মজুরিও এখনো মেলেনি  কারো। এমত অবস্থায় মাঠে ধান  রোপনের কাজও শেষ।  মানুষের হাতে কোন কাজই নেই। তাই এই গ্রামের মানুষের দাবি–সামান্য রেশনে ও নেত-নেত্রীদের ভাষণে পেট ভরবে না। এমতাবস্থায় ছয় মাসের জন্য মাসে প্রতিটি পরিবারকে ১০ কেজি খাদ্যশস্য,  আয়কর না দেওয়া পরিবারগুলোকে মাসে ৭৫০০ টাকা ভাতা,  তিন মাসের  বিদ্যুৎ বিল মুকুব করতে হবে।  অন্যদিকে এই পরিস্থিতিতে করোনা মোকাবিলা আমরা নিজে নিজেই    স্বাস্থ্যবিধি মেনে করবো।

Related posts

ভাতারের ব্লকের মহাতা অঞ্চল তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির

E Zero Point

নতুন সাজে সজ্জিত খাগড়া টাউন আউটপোস্ট

E Zero Point

আবার বিষধর সাপ উদ্ধার আউসগ্রামে

E Zero Point

মতামত দিন