29/10/2024 : 6:15 PM
সাহিত্যসাহিত্য সংবাদ

সাড়ম্বরে উদযাপিত হলো পদার্পণ পত্রিকার বার্ষিক অনুষ্ঠান

জিরো পয়েন্ট বিশেষ সংবাদদাতা, ২৯ অক্টোবর ২০২৪ :


এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে উন্মোচিত হলো ‘পদার্পণ শারদীয় সংখ্যা -২০২৪’। গত ২০ অক্টোবর ২০২৪ কলকাতা বাঘাযতীন চিত্তরঞ্জন ‘ সংঘ মিত্র ‘ ক্লাবে কথায়, কবিতা, গানে এবং গুণীজন সংবর্ধনায় মুখর ছিল দিনভর অনুষ্ঠান। পদার্পণের সম্পাদক কবি শর্মিষ্ঠা মাজি রচিত উদ্বোধনী সংগীতের পর সমবেতভাবে শারদীয় সংখ্যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথি কবি বরুণ চক্রবর্তী, নাট্যব্যক্তিত্ব জয়ন্ত রসিক, সাহিত্যিক সেখ আব্দুল মান্নান, রাজেশ দাম, ঔপন্যাসিক ডা: সিরাজুল ইসলাম ঢালী, স্বরূপ চক্রবর্তী, সুশীল মাজি, অমিতাভ মিত্র, ইন্দ্রজিৎ ভট্টাচার্য। প্রত্যেক অতিথিকে ব্যাজ, উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মানিত করা হয়।


এদিন বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সীমা ঘোষ, সমাজসেবক গৌতম ঘোষ, রিতা বেড়া পাল, কৃষ্ণেন্দু দত্ত, সৌমাভ মাজি, মোহাম্মদ হাফিজ, চন্দ্রানী সাহা, অনিতা রুদ্র ও মদন চক্রবর্তী।


অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর পরিবেশিত বিভিন্ন স্বাদের এক গুচ্ছ সংগীত উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করে দেয়। অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন মিনু প্রধান মন্ডল, সুজাতা চক্রবর্তী, অনিতা রুদ্র, প্রীতি সিনহা রায়, রেনুকা কর্মকার, রমা ঘোষ, রিনা দত্ত, শিল্পী সাহা, কেকা মুখার্জী, নমিতা দাস, সোনালী গুহ, মিতালী দাম, প্রমুখ। শিল্পীদের সাথে তবলায় সঙ্গত করেন বিশিষ্ট তবলিয়া ও বাচিক শিল্পী স্বপন পাল। একমাত্র নৃত্যশিল্পী রাজন্যা দামের নৃত্য ছিল অত্যন্ত মনোমুগ্ধকর।
সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন বিশিষ্ট সংগীত শিল্পী কৃষ্ণা চক্রবর্তী।

Related posts

দৈনিক কবিতাঃ কালোজাম

E Zero Point

জিরো পয়েন্ট রবিবারের আড্ডা ~ সুপর্ণা সেনগুপ্ত | রতন নস্কর | ডঃ সায়ন ভট্টাচার্য | মুহাম্মদ ইসমাইল | আব্দুল হিল শেখ

E Zero Point

রবিবারের আড্ডা : আরণ্যক বসু || আঞ্জু মনোয়ারা আনসারী || তপন কুমার রায়

E Zero Point

মতামত দিন