ডঃ রমলা মুখার্জী
বৈঁচী, হুগলী
দাদু দিলেন মেয়ের বিয়ে পালোয়ান এক দেখে,
ব্যায়াম করে প্রত্যুষে রোজ সরষের তেল মেখে।
বিয়ের পরে জামাইষষ্ঠীর বিপুল আয়োজন-
লুচি, মিষ্টি, বিরিয়ানী, চিংড়ি, চপ, মটন।
দিদা গড়েন দিস্তা দিস্তা লুচির মস্ত পাহাড় –
সুস্বাদু আইটেম সব, মেনু রংবাহার।
ধন্যি জামাই পেটুকমশাই লুচির পাহাড় শেষ-
মালাই, মটন, চপ, কাটলেট নেই তো অবশেষ।
ট্যাংরা, কৈ, দৈ কাতলা,ডজন ভাপা ইলিশ,
টপাং টপাং মুখে পোরে নিমেষেই সব ফিনিশ।
হিমশিম মা দিদা মাসি ময়দায় ঢালে জল-
দোকানের সব মিষ্টি খালি, দাদুর চোখে জল।
লক ডাউনের বাজারেতেও এত কি কেউ খায়!
বাড়ির সবার মাথায় হাত, করে হায় হায়।