জিরো পয়েন্ট নিউজ, রোদ্দুর ইসলাম, ৩ নভেম্বরঃ
পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ,বর্ধমান শহর কমিটির বিজয়া সম্মিলনী ও সাহিত্য সভা অনুষ্ঠিত হয় বর্ধমানের বাদামতলায় কালীকৃষ্ণ মিত্র পাঠাগারে শনিবার ১ নভেম্বর বিকালে। সংগঠনের যুগ্ম সম্পাদক মিনতি গোস্বামী ও স্বরূপ মুখার্জীর স্বাগত ভাষণের পরে অনুষ্ঠানের সভাপতি লক্ষণ দাস ঠাকুরা ও প্রধান অতিথি নমিতা রাউতের উপস্থিতিতে কবিতা পাঠ, আবৃত্তি, সঙ্গীত পরিবেশন ও বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সুচারু ভাবে এগিয়ে চলে।
একান্তই ঘরোয়া ভাবে অনুষ্ঠানের শুভ সূচনা হলেও অনুষ্ঠান সভাপতি লক্ষণ দাস ঠাকুরা ও স্বরূপ মুখার্জীর সঞ্চালনায় এবং উপস্থিত সংস্কৃতি প্রেমী সকল অংশগ্রহণকারীর সাবলীল অংশগ্রহণে অনুষ্ঠানটি শ্রুতি মধুর হয়ে ওঠে ।
উপরিউক্ত ব্যক্তিবর্গ ব্যতীত উপস্থিত ছিলেন রত্না সরকার, দেবশ্রী চ্যাটার্জী পাল , রত্না ভট্টাচার্য চক্রবর্তী, পার্বতী মিত্র, কৃষ্ণা গাঙ্গুলী, শ্যামাপ্রসাদ চৌধুরী, রথীন পার্থ মন্ডল, মানস দত্ত, সুফি রফিক উল ইসলাম, রমাকান্ত পাঁজা, সৌম্য পাল, তপন জ্যোতি চৌধুরী, শিবরাম মজুমদার, রীতা বসু ধর, সবিতা চ্যাটার্জী, কেয়া দত্ত, মহাশ্বেতা চ্যাটার্জী, মুক্তা রায়, দেবযানী দাস সিনহা, রুমা গুহ , তনুশ্রী আচার্য্য, সুবর্ণা বিশ্বাস, কল্পনা রায়, চৈত্র কুমার প্রামাণিক প্রমুখ প্রায় চল্লিশ জন ।
এদিন সংগঠনের পূর্ব বর্ধমান জেলা কমিটির শারদ সংকলন চারুবাক পত্রালিকার অষ্টম বর্ষের পুস্তিকা টি যাঁরা গ্রহণ করতে পারেননি তাঁদের প্রদান করা হয় ।
(আপনার সংগঠনের সাহিত্য-সংস্কৃতি সংবাদ প্রকাশের জন্য হোয়াটসঅ্যাপ করুন 7797331771 নাম্বারে)




