19/11/2025 : 10:19 PM
অন্যান্য

বি এল এ ২ দের ট্রেনিং দিলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস

জিরো পয়েন্ট নিউজ, জামালপুর, ৩ নভেম্বর ২০২৫ঃ


আগামী ৪ নভেম্বর থেকে রাজ্য জুড়ে এস আই আর এর কাজ শুরু করবেন দায়িত্বপ্রাপ্ত বি এল ও রা। আর দলীয় নির্দেশে সেই বি এল ও দের সাথে ছায়া সঙ্গী হয়ে থাকার জন্য থাকবেন বি এল এ ২ । সমস্ত বাড়ি বাড়ি তাঁরা যাবেন কোনো কেউ যদি ফর্ম ফিলাপ করতে না পারে বা কোনো অসুবিধা হলে সাথে সাথেই তাঁরা সাহায্য করবেন। যাতে একটি বৈধ ভোটারের নাম না বাদ যায়। সেই তাঁদেরই দলীয় ভাবে ট্রেনিং দিলো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস। জামালপুর বাস স্ট্যান্ডে কমিউনিটি হলে এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহেমুদ খাঁন, বিধায়ক অলক কুমার মাঝি, সহ সভাপতি ভূতনাথ মালিক,যুব সভাপতি উত্তম হাজারী,শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল , পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, মহিলা নেত্রী কল্পনা সাঁতরা সহ সমস্ত উইংসের সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধান উপ প্রধানরা।

ট্রেনিং নিতে উপস্থিত ছিলেন ব্লকের ২৫৮টি বুথের জন্য নির্দিষ্ট দায়িত্ব প্রাপ্ত বি এল এ ২ রা। বি এল এ ২ দের তাঁদের কী কাজ, কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে তা বুঝিয়ে দেওয়া হয়। বি এল ও দের ছায়া সঙ্গী হয়ে থাকার যে নির্দেশ দলের রাজ্য নেতৃত্ব তথা সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। সদা সতর্ক দৃষ্টি রাখতে হবে একটি বৈধ ভোটার যেনো বাদ না যায় তাতে সে যে দলেরই হোক না কেনো। ব্লক সভাপতি মেহেমুদ খাঁন বলেন দলের সেনাপতি, সাংসদ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ভি সি করে নির্দেশ দিয়েছিলেন সেই মোতাবেক আজ বি এল এ ২ দের ট্রেনিং দেওয়া হলো। বি এল এ ২ দের তাঁদের কাজ বুঝিয়ে দেওয়া হলো।

তিনি জামালপুরবাসীদের বলেন অযথা কোনো ভয় খাবার কিছু নাই। সকলে শান্ত থাকুন। বি এল ও রা সকলের বাড়িতেই যাবেন ফর্ম দিতে আবার ওনারাই ফর্ম আপনাদের কাছ থেকে নিয়ে আসবেন। কোনো সমস্যা হলে তৃণমূল কংগ্রেস আছে। দলের ছেলেরা তৈরী আছে আপনাদের সহযোগিতা করার জন্য। প্রতিটা অঞ্চলে ক্যাম্প করা হবে। ব্লক সভাপতি ,এম পি , এম এল এ সকলে নজরদারি চালাবেন। ব্লকেও হবে একটি ক্যাম্প। কোনো সমস্যা হলে সেই ক্যাম্পে এলেও সমস্যা মেটানোর ব্যবস্থা করা হবে। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে সাথে সাথে রাজ্য নেতৃত্বকে জানাবেন তাঁরা। আজকের এই ট্রেনিংটি দিতে রাজ্য থেকে প্রতিনিধি পাঠানো হয়েছিল। তিনিই ট্রেনিং দেন। ট্রেনিং পেয়ে বি এল এ ২ রা যথেষ্ট উজ্জীবিত।

Related posts

কাটোয়ায় সুভাষ উৎসব

E Zero Point

দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ ব্লকে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন

E Zero Point

শেষ হলো মঙ্গলকোট ১ নং শিক্ষা চক্রের বিদ্যালয় গুলির চতুর্থ দিনের মিড-ডে-মিল বিতরণ

E Zero Point

মতামত দিন