18/04/2024 : 6:01 AM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ প্রকৃত বন্ধু


মোঃ ইজাজ আহামেদ


প্রকৃত বন্ধু সে যে হবে সাহায্যকারি গাছের মত,
প্রকৃত বন্ধু সে যে উদার হবে আকাশের মত,
প্রকৃত বন্ধু সে যে হবে ভালো বইয়ের মত,
প্রকৃত বন্ধু সে যে হবে একটি প্রধান নদীর মত
যে নদী শাখা নদীকে জল প্রদান করে,
প্রকৃত বন্ধু সে যে বৃষ্টির মতো সিক্ত করবে হৃদয়কে,
প্রকৃত বন্ধু সে যে পাহাড় পর্বতের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকবে বিপদে তোমার পাশে,
দূরে থাকলেও তোমার শুভ কামনা করবে,
স্বার্থপর বন্ধুর মতো নয় যে সুখের সময় পাশে থাকে;
প্রকৃত বন্ধু সে যে চাইবেনা কখনও ক্ষতি তোমার জীবনে,
তোমার দুর্নাম করবেনা অন্যের সামনে,
করবেনা কখনও হেয় কারো কাছে;
প্রকৃত বন্ধু সে যে তোমার ব্যাক্তিগত কথা বলবেনা কাউকে,
বিকৃত করবেনা তোমার কথা,
তোমাকে কেউ বললে অন্যায় কথা,
তোমাকে কেউ বললে কটু কথা
আঘাত লাগবে তার হৃদয়ে,
প্রতিবাদ করবে সঙ্গে সঙ্গে;
সেই তোমার প্রকৃত বন্ধু
যে সবসময় তোমাকে সৎ উপদেশ দেবে;
সেই তোমার প্রকৃত বন্ধু
যে সবসময় তোমার ভালো চাইবে;
প্রকৃত বন্ধু সে যে অন্যের সামনে
তোমার প্রশংসা করে, তোমার সামনে নহে। ♦




দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন

৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন



Related posts

e-জিরো পয়েন্ট – আষাঢ় ১৪২৭ (আষাঢ়ে ভূতের  আড্ডা)

E Zero Point

দোলযাত্রা – খেলা হোক সুস্থ সমাজ ও চেতনার বিকাশের লক্ষ্যে

E Zero Point

দৈনিক কবিতাঃ অমর কথাশিল্পী

E Zero Point

মতামত দিন