19/04/2024 : 7:35 AM
সাহিত্য

সর্বজনীন সংস্কৃতির প্রতিষ্ঠাকল্পে, সন্ধান অনুসন্ধান অনুসন্ধিৎসা এষা অন্বেষা এবং ভাবনা

ক্যাকটাস অমিতাভ দত্ত মনু


” ঐতিহ্য ” শব্দটির সাথে বহু মিথ্যে অনর্থক পুরাতন বর্জনীয় কুসংস্কার, এবং ধর্মীয় ভাবালুতা ভাবাবেগ ইনিয়ে বিনিয়ে জড়িয়ে রয়েছে, এবং তার বহু বহু কাটাছেঁড়ার, এবং নূতন করে গ্রহণ বর্জন করার প্রয়োজন দেখা দিয়েছে সমাজে। এছাড়া প্রেম প্রীতি ভালোবাসা এবং মানবতার, এবং সর্বজনীন সংস্কৃতির সেতু নির্মাণ বা সেতুবন্ধন, কোনভাবেই সম্ভব হতে পারে না। মানুষের সাথে মানুষের স্বাভাবিক সম্পর্কের ক্ষেত্রে পুরাতন বর্জনীয় ভাবনা মানুষের স্বাভাবিক সুন্দর মনকে ভীষণ ক্ষতবিক্ষত করে তোলে। মানব মনের স্বাভাবিকত্ব অর্জনে মানবিক মানুষের বিভেদ বিভাজন দূর করতে, আমাদের খুবই গুরুত্বের সাথেই ” ঐতিহ্য ” শব্দটি বিষয়ে খুবই গভীর ভাবে ভাবনা চিন্তা এবং বিচার বিতর্ক বিশ্লেষণের মাধ্যমে চিন্তা চেতনার স্তরে নিয়ে আসার প্রয়োজন দেখা দিয়েছে। একটা বিশাল শূন্যতা পরিলক্ষিত। যা আমাদের জীবনের মূল্যবান সুকুমার প্রবৃত্তি গুলিকে ধ্বংসের খেলায় মেতে উঠেছে। বিশ্ব মানবতার প্রতিষ্ঠাকল্পে আমাদের সর্বজনীন সংস্কৃতির সন্ধান অনুসন্ধানের কাজ খুবই সিরিয়াসলি কনস্ট্রাক্টিভ কংক্রিট ভিত্তিভূমির ওপর দাঁড়িয়ে আলাপচারিতায় আলোচনা, এবং বিচার বিতর্ক, ও বিশ্লেষণের প্রয়োজন দেখা দিয়েছে। সাহিত্য সংস্কৃতি শিল্পকলা নিছক বিনোদন নয়, এ কথা আমাদের ভুলে গেলে পরে চলবে কেন! এ কাজে শিল্প সাহিত্য শিল্পকলা কবিতা ছোটগল্প উপন্যাস নাটক সিনেমা ভাস্কর্য চিত্রকলা সঙ্গীত ইত্যাদি ইত্যাদির বিশাল বড় ভূমিকা রয়েছে।

মানব মনে সৌন্দর্য দান করতে, আমাদের ঐক্যের এবং মিলনস্থল গুলোকে খুঁজেপেতে নিতে সংকল্পবদ্ধ হতেই হবে। যাই হোক না কেন, আমাদের মানুষে মানুষে বিভাজন এবং দূরত্বের জায়গাগুলো খুঁজে পেতে নিয়ে, ভীষণ দ্রুততার সাথে যথাশীঘ্র কমিয়ে আনা উচিত। আমাদের পুরাতন যা কিছুই ঐতিহ্য এবং উৎসব অনুষ্ঠান রয়েছে, তা অতি প্রাচীন, এবং একটি বিশেষ রাজনৈতিক এবং অর্থনৈতিক সামাজিক বিশেষ পরিস্থিতির সময়কালের, এবং তার সাথে সমগ্র পৃথিবীর প্রাতিষ্ঠানিক ধর্মের, এবং প্রাচীনপন্থী কুসংস্কারাচ্ছন্ন চিন্তা ভাবনা, ও ভাববাদী দর্শন যুক্ত হয়ে রয়েছে। খুবই গভীর ভাবনার বিষয় কিন্তু! যে উৎসব মানুষে মানুষে ভেদাভেদ বিভাজন এবং কুসংস্কার ছড়ায়, তা কখনোই কোনো দিনই সমগ্র পৃথিবীর মনুষ্য সমাজের কাম্য হতে পারে না। সাহিত্যের যথার্থ তাৎপর্য বহনে আমাদের যত্নবান হতে হবে বৈকি! আর সেখানেই নিহিত রয়েছে সাহিত্যের মূল সমাজগত সার্থকতা এবং আসল ভূমিকা, ও সাহিত্য সংস্কৃতি শিল্পকলার যথার্থ কার্যকরী ভূমিকা, ও সত্যের মুক্তি। কঠিন গিরিখাতের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে সমগ্র পৃথিবীর মনুষ্য সমাজ। মানবিক মানবীয় মানবতাবাদী গুণাবলী সমন্বিত গুণান্বিত সংবেদনশীল সমাজের অগ্রণী অংশের সত্যানুসন্ধানী সত্যান্বেষী অনুসন্ধিৎসু মানুষের সর্বজনীন কালচারের সন্ধান অনুসন্ধানে অগ্রণী ভূমিকা পালন করতে হবে হবে, এবং সমাজের সর্বস্তরের মানুষ কে এ কাজে ব্রতী করে তোলার কাজে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমগ্র পৃথিবীর মানব সমাজের বুকে মানুষের অসহায়ত্বের মুখ ভীষণ পীড়াদায়ক। বুঝি এক ভয়ঙ্কর ঝড় আসছে! এবং, ঝড় পরবর্তী শান্ত শীতল সৌন্দর্যময় বহিঃপ্রকাশও তার সাথেই মনে উঁকি দিচ্ছে। যা মানুষের একমাত্র ভরসার আশ্রয়স্থলের আশা আকাঙ্খা।

Related posts

থাইরয়েডে থেকে মুক্তি পাওয়ার প্রাকৃতিক উপায়

E Zero Point

ছোটদের গল্পঃ দুই বোন

E Zero Point

সংশপ্তকের শারদীয়া পত্রিকা প্রকাশ

E Zero Point

মতামত দিন