25/04/2025 : 2:10 PM
বিনোদন

দুর্গাপুরের তরুণ চলচ্চিত্র নির্মাতা মুম্বই-এ আয়োজিত ‘ওয়েভস’ সামিটে

জিরো পয়েন্ট নিউজ – ১৮ এপ্রিল ২০২৫ :


মুম্বই-এ আয়োজিত ‘ওয়েভস’ সামিটে তরুণ চলচ্চিত্র নির্মাতা ২০২৫ প্রতিযোগিতা বিভাগে দুর্গাপুরের হেমপ্রভ চূড়ান্ত পর্বে নির্বাচিত। পশ্চিমবঙ্গের দুর্গাপুরের তরুণ প্রতিভা,  চলচ্চিত্র নির্মাতা হেমপ্রভ ভট্টাচার্য ওয়েভস ইয়ং ফিল্মমেকারস চ্যালেঞ্জ ২০২৫-এর চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছে। ১২ থেকে ১৯ বছর বয়সী তরুণ  প্রতিভাদের সৃজনশীলতা প্রদর্শন করাই এই জাতীয় প্রতিযোগিতার লক্ষ্য।

হেমপ্রভর মূল্যায়ন শুরু হয় ৬০ সেকেন্ডের একটি চলচ্চিত্র জমা দেওয়ার মাধ্যমে। এরপর ২০২৫ সালের ৭ ও ৮ মার্চ মুম্বইয়ের হুইসলিং উডস ইন্টারন্যাশনাল মঞ্চে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমোল গুপ্তের সঙ্গে দুই দিনের কর্মশালায় প্রতিটি বিভাগের শীর্ষ ১০ জনকে আমন্ত্রণ জানানো হয়। তালিকাভুক্ত দলগুলি তাদের চলচ্চিত্রগুলি পুনরায় শ্যুট করা এবং ১৫ এপ্রিল, ২০২৫ এর মধ্যে চূড়ান্ত সংস্করণ জমা দেওয়ার সুযোগ পায়।

পশ্চিমবঙ্গের দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র হেমপ্রভ ভট্টাচার্য একটি সাক্ষাৎকারে বলে, সে স্কুল শিক্ষকের কাছ থেকেই ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল সামিট সম্পর্কে জানতে পারে। তার নির্মিত ‘রিকানেক্ট’ নামের চলচ্চিত্রটি ১ মিনিট ১৬ সেকেন্ডের একটি সাদা-কালো ছায়ায়, যেটু বর্তমানের ওয়ার্ক ফ্রম হোমের যুগে বাবা-ছেলের সম্পর্কের সংবেদনশীল দিকটি তুলে ধরেছে।

চলচ্চিত্রটির বিষয় হ’ল, প্রযুক্তি কীভাবে মানবজীবনকে প্রভাবিত করছে। উদীয়মান শিল্পীদের ‘ওয়েভস’ মঞ্চটি সৃষ্টিশীল কর্মকান্ড প্রদর্শনের যে অভাবনীয় সুযোগ করে দিয়েছে এবং এবিষয়ে কেন্দ্রের সদর্থক সমর্থনকে হেমপ্রভ সাধুবাদ জানিয়েছে।ওয়েভস ইয়ং ফিল্মমেকারস চ্যালেঞ্জ বৃহত্তর ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটের (ওয়েভস)-এর একটি অংশ।  ২০২৫-এর ১ থেকে ৪ মে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্রঃ পিআইবি

Related posts

মেমারির অরুণ কান্তি পালঃ দীর্ঘ ৫০ বছর ধরে তবলার প্রতি নিবেদিত প্রাণ

E Zero Point

পাওলি দাম এবার হিন্দি সিনেমায়

E Zero Point

কত্থক সম্রাট পন্ডিত বিরজু মহারাজের পা থমকে গেল

E Zero Point

মতামত দিন