জিরো পয়েন্ট নিউজ – মেমারি, ১৭ এপ্রিল ২০২৫ :
বছরের প্রথম দিন, পহেলা বৈশাখের রাতে পোস্ট অফিস সহ একাধিক দোকানে চুরির ঘটনায় মেমারি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । জানা যায় পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর ডিভিসি পাড় মাছ বাজার এলাকায় বুধবার সকালে স্থানীয় দোকানদারেরা দোকান খুলতে এলে দেখেন যে তাদের দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে। তারপরই দেখা যায় যে ওই এলাকার দেবীপুর তন্তুবায় সমবায় সমিতি থেকে শুরু করে পোস্ট অফিস সহ একাধিক দোকানের তালা ভেঙ্গে চুরির চেষ্টা চালায় দুষ্কৃতীরা বাদ যায়নি চায়ের দোকানও।
এলাকার মানুষের কথা জানা যাচ্ছে রাত দুটোর সময় মেমারি থানার সিভিক ভলেন্টিয়ারদের নজরে পড়ে প্রথমে। তৎক্ষণাৎ ঘটস্থলে পুলিশ আসে এবং বুধবার সকালে ওই পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মী আসার পর জানা যায় পোস্ট অফিস থেকে কোনো কিছু খোয়া না গেলেও, আলমারি ভেঙে সমস্ত কিছু ছড়িয়ে-ছিটিয়ে দেখতে পায়। এরপর এলাকার মানুষ জানাচ্ছে শুধু পোস্ট অফিস নয়, এর সাথে সাথে ওই স্টেশন চত্বরে ১২ থেকে ১৪ টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। কোন দোকানের তালা ভেঙে আবার কোন দোকানের এজবেস্টার কেটে চোরেরা দোকানে প্রবেশ করে। তবে আরো জানা যাচ্ছে, শুধুমাত্র ক্যাশ বাক্স ভেঙেই টাকা পয়সা নিয়েছে । পরপর একাধিক দোকানে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
দেবীপুর পোস্ট অফিসের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান যে গতকাল রাত প্রায় দুটো কুড়ি মিনিট নাগাদ সিভিক পুলিশের ফোন মারফত জানতে পারেন তিনি যে পোস্ট অফিসে দরজার তালা ভাঙ্গা হয়েছে। এদিন বুধবার বেলায় এসে দেখেন যে দরজা ও আলমারি তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে।
পুলিশ ঘটনাস্থলে এসে প্রত্যেকটা দোকানে তারা পরিদর্শন করে দোকান এর মালিকের সঙ্গে কথা বলেন। তদন্ত শুরু করে দ্রুত এই চোর বা চোরেদের পাকড়াও করে আইনের আওতায় নিয়ে আসবেন এমন টাই জানান এ দিন দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ।
এদিকে দোকান মালিক সহ স্থানীয়দের অনুমান যে নগদ অর্থ চুরি করার উদ্দেশ্যেই দুষ্কৃতীরা এই কাজ করেছে। কারণ কোন মাল সামগ্রী কোন দোকান থেকেই চুরি যায়নি। অভিযোগ এর আগেও এই এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে যদি রাতে পর্যাপ্ত সিভিক ভলেন্টিয়ার কিংবা পুলিশ দিয়ে পাহারার ব্যবস্থা করা যায় তাহলে হয়তো এমন ধরনের ঘটনা এড়ানো সম্ভব হবে। এলাকাবাসীরা চাইছেন যে এলাকায় রাত্রে পুলিশী নজরদারী আরো বাড়ানো হোক ।