06/05/2025 : 4:15 PM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ অন্তিম আবদার – মৌসুমী মন্ডল

হঠাৎ করেই যদি আসে পরপার থেকে ডাক
পৃথিবী তোমার কাছে একখানা আবদার জমা থাক।
বেদনায় গাঁথা পুষ্পের মালা দিও না’ক গলে
ভুলো না পৃথিবী হুট করে যদি ভিড়ি না ফেরার দলে।
আমার সকল হাসি-আনন্দ আর উছ্বাস জীবনের,
আর সকল সুখের কবিতা বিশ্বাস হৃদয়ের।
আমার ছন্দ, চঞ্চল চলা আর অনিচ্ছাকৃত ভুল
আদরের স্মৃতি নিয়ে ফুটে থাক গাছ ভরা সোনা ফুল।
আমার স্বপ্ন গড়তে গড়তে ভেঙে গেছে কতবার
জিততে জিততে কতবার আমি মুঠোয় পুরেছি হার।
কত না পাওয়ার বেদনা লুকিয়ে হেসেছি সুখের হাসি
আপনজনকে নির্ভার করে গিলেছি কান্না রাশি।
অযুত-লক্ষ-নিযুত যাতনা সহ্যের সব বাঁধ
ফুটে রবে ওই শিমুলের ডালে,আহারে!ভী-ষ-ণ সাধ।
তারপর?কোন হিমভরা ভোরে ঝরে পড়া শিউলিতে
আমার স্মৃতি ছেয়ে যাক কোনো করুণ বিষাদ গীতে।
হাসি-কান্না-ভালোবাসা শেষে পড়ে রয় অভিমান
শিশির সিক্ত শিউলির ফুলে মাখা রবে সেই গান।
নাই বা করলো আপন পৃথিবী,তবু নেই অভিমান, রাগ
সুনীল আকাশ, বৃষ্টি, কুয়াশা সযতনে ভালো থাক।
জীবনের যত ক্ষত রক্তের মত ফুটুক আকাশ জোড়া
দুয়ারের পাশে একখানি গাছ লাগিও কৃষ্ণচূড়া।
এর বেশি আর চাইনা কিছু,চাইবো না কিছু আর
ভুলো না পৃথিবী, ভুলো না আমার এ অন্তিম আবদার। ♦

জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ও আপনার ছবি ই-মেইল করুন zeropointpublication@gmail.com অথবা হোয়াটসঅ্যাপ করুন 7797331771
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন
৫) অবশ্যই আমাদের ফেসবুক পেজ লাইক করে লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করা বাধ্যতামূলক

শুভেচ্ছান্তে-
আনোয়ার আলি
সম্পাদক, জিরো পয়েন্ট
কথা- 7797331771 / 9375434824
www.ezeropoint.net

Related posts

সুকুমার রায়ের প্রয়াণ দিবস স্মরণেঃ ড. রমলা মুখার্জী

E Zero Point

দৈনিক কবিতাঃ অসমাপ্ত কিছু সারণী

E Zero Point

গল্পঃ হলোধরের মাস্ক – অয়ন চক্রবর্ত্তী

E Zero Point

মতামত দিন