24/04/2024 : 7:13 AM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ মর্ম কথা


সুব্রত মিত্র


একদিন সব কোলাহল থেমে যাবে
হয়তো সেদিন আমি থাকবো না;
একদিন আবার হঠাৎ করে কোলাহল শুরু হবে
হয়তো সেদিন আমি থাকবো না,
একদিন আবার সকলে নীরব হতে হতে সমবেত কণ্ঠে বলবে কারুর নাম
হয়তো সেদিন আমি থাকবো না;
একদিন সব দেয়া-নেয়া মিটে যাবে পড়ে রবে এই আপন ভুবন
হয়তো সেদিন আমি থাকবো না,
একদিন পৃথিবীর আকাশে কবিদের ছায়া হয়ে মায়া গুলো পড়ে রবে
হয়তো সেদিন আমি থাকবো না;
একদিন স্বার্থের বিনিময়ে ভালবাসার বড় অভাব হবে
হয়তো সেদিন আমি থাকবোনা,
একদিন এই মায়ার পাথরগুলো ফুল হতে গিয়েও ফল হয়ে ধরা দেবে
হয়তো সেদিন আমি থাকবো না;
একদিন হয়তো তোমরা ভুলতে গিয়েও ভুলতে পারবেনা আমায়
হয়তো সেদিন আমি থাকবো না,
যদি কোনদিন কেউ করো আমায় নিয়ে সমালোচনা
হয়তো সেদিন আমি থাকবো না;
পৃথিবীর গায়ে আমি খোদাই করা বিরম্বনা
আমি মরচে পড়া শব্দের ধাতু, আমায় সকলে চিনলো না।♦




দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন

৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন

Related posts

নতুন বছরের শুরুতে পুরুলিয়ায় বৃত্তি প্রদান ও পত্রিকা প্রকাশ অনুষ্ঠান

E Zero Point

দৈনিক কবিতাঃ প্রকৃত বন্ধু

E Zero Point

জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা : ৮ মার্চ ২০২০

E Zero Point

মতামত দিন