16/04/2024 : 8:38 PM
আমার দেশ

শ্রীনগরের লাল চকের ক্লক টাওয়ার জাতীয় পতকার রঙে আলোকিত

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, এম.কে হিমু,  ৭ অগাষ্ট ২০২১:


একটা সময় ছিল যখন জম্মু-কাশ্মীরের শ্রীনগরে লাল চকে ভারতীয় পতকা উত্তোলন করতে পারতো না ভারতীয়রাই। বিচ্ছিন্নতাবাদীদের দৌরাত্মে এই লাল চক সেই সময়ের জন্য ছিল ঘটনাবহুল। এখন সময় বদলেছে।

এই প্রথম শ্রীনগরে লাল চকের ক্লক টাওয়ার স্বাধীনতা দিবসের পূর্বেই জাতীয় পতকার ত্রিবর্ণের আলোয় আলোকিত হলো। ৭৫ তম স্বাধীনতা দিবসের দিন উত্তোলিত হবে দেশের জাতীয় পতকা।

শ্রীনগরের মেয়র তার টুইট করে জানান যে, লালচকের ঘন্টা ঘরকে আমরা ত্রিবর্ণে আলোকিত করেছি এবং নতুন ঘড়ি লাগানো হয়েছে।

Related posts

ব্যবসা এবং অর্থনীতিতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে আরোগ্য সেতু অ্যাপ

E Zero Point

প্রয়াত প্রাক্তণ কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিং

E Zero Point

বেঙ্গালুরুতে গ্রামীণ স্বরোজগার প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য জাতীয় প্রশিক্ষণ অ্যাকাডেমির অনলাইন ভিত্তিপ্রস্তর স্থাপন

E Zero Point

মতামত দিন