23/04/2024 : 3:56 PM
দৈনিক কবিতাসাহিত্য

দৈনিক কবিতাঃ মধ্যবিত্ত


অভিজিত বেজ


অভিশাপে নাকী গরিবজন্ম
আশীর্বাদে ধনী।
মধ্যবিত্তকে জীবনভোর
থাকতেই হয় ঋণী।
সুদিন আসুক কিংবা দুর্দিন
চিত্রটা একই থাকে।
বুক ফাটে তবু মুখ ফোটে না
সম্পান বোধে লাগে।
গরিবের তবু সরকার আছে
ওরা আছে বিন্দাশ।
সরকারী সেবা দাতাদের দানে
কেটে যাবে কয়েকমাস।
ওদের বিনা পয়সায় চাল,আলু মেলে সাথে রান্নার গ্যাস
বাকী প্রয়োজনে মেটানোর তরে ব্যাঙ্কে
মিলছে ক্যাশ।
ওরা কর্মবিহীন
অর্থবিহীন দুহাত পেতে নিতে
শিক্ষার ঝুলি লাগে না ওদের সম্পাণেতে।
ধনীর আছে অগাদ অর্থ খাদ্যের উদ্বৃত্ত
অভাবের জলে হাঁসফাঁস প্রাণ শুধু কাঁদে মধ্যবিত্ত ।
ওদের নেই সরকারী দান কিংবা দ্রব্য
ধনীর দামেই কিনতে হচ্ছে ত্রাণ পরিষেবা মিললে
কবি একা কাঁদে শুকনো পেটে, কাঁদে কলমের ডগায়।
গৃহশিক্ষক বেতন-হীন পারে নিকো যেতে পরাতে
নির্বাক স্ত্রী চেয়ে থাকে শূণ্য চালের হাড়িতে।
শিল্পীর তুলি একা ক্যানভাসে রঙের মূল্য ভারী
ক্ষুধার্ত ছবি পরে এক-কোনে কে দেবে মূল্য তারী।
মির্তূর ভয়ে পথছারা সব, সব জমায়েত বন্ধ
শ্রোতা দর্শক অভাবী শিল্পী সুরেরা হয়েছে অন্ধ।
তবলজী একা ঘরে তবলায় কেটে যায় সুরতাল
মনে হাহাকার কি হবে কালকে ফুরিয়ে যাচ্ছে চাল।
বিদ্যার-ধরে যত ধনী হও যদি না থাকে অর্থ
মধ্যবিত্তের তকমা জড়িয়ে জীবনটাই হবে ব্যার্থ। ♦




দৈনিক কবিতা বিভাগে কবিতা প্রকাশের নিয়মঃ

১) জিরো পয়েন্ট দৈনিক কবিতা বিভাগে আপনার শ্রেষ্ঠ ৩টি কবিতা ই-মেইল করুন zeropointpublication@gmail.com
২) লেখা পাঠানের পর ১ মাস অপেক্ষা করবেন
৩) আপনার প্রেরিত কবিতাটি মনোনীত হলে ১ মাসের মধ্যে প্রকাশ করা হবে এই বিভাগে
৪) একবার লেখা পাঠানোর পর এই বিভাগে আবার পর ২ মাস পর লেখা পাঠাবেন
৫) প্রত্যেকের লেখা পড়ুন, কমেন্ট বক্সে মতামত দিন

৬) অবশ্যই লেখাটি আপনার সোস্যাল নেটওয়ার্কে শেয়ার করুন



Related posts

দৈনিক কবিতাঃ জিন্দাবাদ – আরণ‍্যক বসু

E Zero Point

একুশের অনুভূতি – ২১ স্রষ্টার একুশে শ্রদ্ধাঞ্জলি

E Zero Point

স্মৃতির আলোয়-১ : সুরতে খুবসুরত বাঙালি – অশোক মৈত্র

E Zero Point

মতামত দিন