05/12/2023 : 8:13 PM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| বাজলো তোমার আলোর বেণু || e-জিরো পয়েন্ট – আশ্বিন ১৪২৭

|| বাজলো তোমার আলোর বেণু ||
e-জিরো পয়েন্ট – আশ্বিন ১৪২৭



লেখক সূচী

♦ সুনন্দ মন্ডল ♦ বদ্রীনাথ পাল ♦ অনুপম রায় ♦ ডঃ রমলা মুখার্জী ♦ উজ্জ্বল ভান্ডারী ♦ গোবিন্দ মোদক ♦ রিয়া গোস্বামী ♦ কবিরুল ♦ বিমল মণ্ডল ♦ সুদীপ্ত মন্ডল ♦ শিবব্রত গুহ ♦ সৌভিন ঘোষ
সুদেষ্ণা ব্যানার্জী ♦ রথীন্দ্র নাথ দাস ♦ সৈয়দ সেরিনা ♦ সুশান্ত পাড়ুই


সম্পাদকের কথা



সময়। পরম সত্য। মানুষ কখনও তাকে বাঁধতে চায় কিংবা কখনও বুঝতেই চায় না তার স্বরুপ। সেই সময় চলে তার নিজের গতিতে। আমরা তাকে কখনও অসময় কিংবা সুসময় বলে নির্ধারণ করতে থাকি। আপেক্ষিক দৃষ্টিতে বর্তমান কালে সমগ্র মানবজাতি বৈশ্বক মহামারীতে ভুক্তভোগী কিন্তু এই সময় আমাদের অনেক অনিয়মের শিক্ষা প্রদান করে। আমাদের এখন চিন্তনের সময়। সময়ের পরম সত্য জ্ঞান লাভের সুসময়।

সৃষ্টির আধার মা। আজ তিনিও মহালয়ার শুভলগ্নে সেই সময়ই প্রদান করলেন। মা আজ ধরাতলে পদার্পণ করলেন ঠিকই কিন্তু সন্তানদের হাতে পুষ্পাঞ্জলি গ্রহণ করবেন এক মাস পর। তাই বলা যায় জগৎজননী মা আমাদের সময় দিলেন, আমাদের ভিতরের আমিকে অনুসন্ধান করে সেই জ্ঞানের আলোকে অঞ্জলি দেওয়ার জন্য।

প্রতিষ্ঠাতা সম্পাদক সেখ আনসার আলির প্রথম প্রয়াণতিথি থেকে জিরো পয়েন্ট আর্ন্তজাল জগতে প্রবেশ করে www.ezeropoint.net -মাধ্যমে। বৈশাখ মাসের  নববর্ষ সংখ্যার পর, জৈষ্ঠ্য মাসে আত্মপ্রকাশ করেছিল রবীন্দ্র-নজরুল সংখ্যা, আষাঢ় মাসে আষাঢ়ে ভূতের আড্ডা, শ্রাবণ মাসে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে সংখ্যা আত্মপ্রকাশ করেছে। সকলের সুবিধার্থে আবার সেই সংখ্যাগুলির লিঙ্ক নীচে দেওয়া হল।
e-জিরো পয়েন্ট – বৈশাখী ১৪২৭

e-জিরো পয়েন্ট – জ্যৈষ্ঠ ১৪২৭ (রবীন্দ্র-নজরুল সংখ্যা)

e-জিরো পয়েন্ট – আষাঢ় ১৪২৭ (আষাঢ়ে ভূতের  আড্ডা)

|| শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে || e-জিরো পয়েন্ট – শ্রাবণ ১৪২৭

|| শিক্ষাঞ্জলি || e-জিরো পয়েন্ট – ভাদ্র ১৪২৭

প্রতি বাংলা মাসে প্রকাশিত হয় ই-ম্যাগাজিন – e-জিরো পয়েন্ট। সকলের মতামত আমাদের পাথেয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই পড়তে থাকুন ও লিখতে থাকুন।


– আনোয়ার আলি,
সম্পাদক ও প্রকাশ জিরো পয়েন্ট।
(১লা আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ)
(১৭ই সেপ্টেম্বর ২০২০)

◆এই সংখ্যাটি সম্পর্কে আপনার মন্তব্য করুন নীচের কমেন্ট বক্সে।◆

Related posts

বিশেষ বিজ্ঞপ্তিঃ আষাঢ় মাসের মাসিক ই-ম্যাগাজিন

E Zero Point

দৈনিক কবিতাঃ কনকাঞ্জলি

E Zero Point

দৈনিক কবিতাঃ কালোজাম

E Zero Point

মতামত দিন