27/04/2024 : 2:16 AM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| বাজলো তোমার আলোর বেণু || e-জিরো পয়েন্ট – আশ্বিন ১৪২৭

কবিতা


বাজলো পুজোর ঘন্টা

✒সুশান্ত পাড়ুই

ঢ্যাং কুরাকুর ঢ্যাং কুরাকুর
ঢ্যাং কুরাকুর কুর,
পুজোর ছুটি লুটোপুটি
যাব বহুত দুর
কেউবা পুরি মথুরা ঘুরি
কেউবা মহীসুর!
দিল্লি গোয়া পাল্টে হাওয়া
পকেট তো আমচুর!
বুক কাঁপে দুরদুর
গন্ধেতে ভরপুর
দুগ্গা মহিসাসুর
মন মাতানো সুর।

কট কটাকট কট কট কটাকট কট
কটাং কটাং কট,
নীল আকাশের কোলে মেঘের ডানা মেলে
উড়ব ফটাফট!
শিলং-বোম্বে-উটি গঙ্গা সাগর ছুটি
বেড়াই পটাপট!
করলে লাফালাফি কিংবা দাপাদাপি
বেড়ানো টাও নট।
বাবার পকেট সর্ট
তাইতো মাথা হট
হিসটোরিক্যাল স্পট
কিংবা বেলুড় মঠ।

ধিন তাক তাক ধিন তাক তাক
ধিন তাক তাক ধিন,
ক্যাবলা নাচে হ্যাবলা নাচে
নাচে আলাদিন!
পুজো পুজো সাজো-গোজো
মন করে রঙিন!
নেপাল ভূপাল নাড়ুগোপাল
ইরান-জাপান-চিন!
লাগাও মরফিন
টিন-এজার-টিন
তাক্ ধিনা ধিন ধিন
এলো পুজোর দিন।♥


কার্তিক মাসের ই-ম্যাগাজিন

আগামী সংখ্যার ঘোষণা আমাদের ফেসবুক পেজে করা হবে। থাকছে এক বিশেষ সাহিত্য প্রতিযোগিতা।

আমাদের পেজটি লাইক করার অনুরোধ রইল
https://www.facebook.com/zeropointpublication

সাহিত্যিক ও পাঠকের মিলনক্ষেত্র জিরো পয়েন্ট সাহিত্য আড্ডা।
আজই জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে
https://www.facebook.com/groups/2327972437453442/


 

Related posts

শিয়ালদহে অনুষ্ঠিত হলো পঞ্চবান মহাসম্মেলন

E Zero Point

কবিতাঃ হে মানুষ মানবিক হও

E Zero Point

জিরো পয়েন্ট সাহিত্য আড্ডার নজরুল জয়ন্তী

E Zero Point

মতামত দিন