08/05/2024 : 9:42 PM
ই-ম্যাগাজিনসাহিত্য

|| বাজলো তোমার আলোর বেণু || e-জিরো পয়েন্ট – আশ্বিন ১৪২৭

কবিতা


  শারদীয়া

✒সুদেষ্ণা ব্যানার্জী

জাহাজের মাস্তুলে আমাদের সুখ-দিন যায় ভেসে…..
এসে যায় আবার কোনো শারদীয়া।
অপু-দুর্গার পায়ের ছাপে এখনও কাশেদের ঘুম ভাঙেনি,
নিশ্চিন্দিপুর এখন যেন কায়া সংসার মাত্র,
মেঘের অলৌকিক নৌকায় রাখি চাপানউতোর,
এক যুগ আগে রেখে যাওয়া লাল পাড় সাদা শাড়িতে ইচ্ছে রঙের উষ্ণতা আজও মনকেমনিয়া,
তবু মা আসছেন।
মনে হয়,”শারদপ্রাতে আমার রাত পোহালো”….
মিছিমিছির সংসারে শিউলির সুবাসে মুখরিত হয় ভোরের শিশির-স্বাদ মুখ;
কানে কানে বলে যায় কে,”শরতে ক্ষীণ মেঘে ভাসিবে আকাশে স্মরণবেদনার বরনে আঁকা সে!”
সিঁথি জুড়ে মেখে নিই চেতনার রং,
মনে মনে বলি,”আমায় মানুষ করো।
ভালোবাসার বদলে আরও কিছু শোক দিয়ে যাও।
দুঃখতেই স্নান করি আলোর মতন”।

Related posts

স্মৃতির আলোয়-১ : সুরতে খুবসুরত বাঙালি – অশোক মৈত্র

E Zero Point

প্রকাশিত হলো ‘আমরা দশভুজা’ সাহিত্য পরিবারের বৈশাখী সংখ্যা

E Zero Point

পুরভোটের কারণে পিছিয়ে গেল কলকাতা বইমেলা

E Zero Point

মতামত দিন