জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি, ৮ জানুয়ারি ২০২৪ :
প্রখ্যাত নৃত্যবিদ্ উদয় শংকর অমলা শংকর এবং আনন্দ শংকরকে শ্রদ্ধা জ্ঞাপন উদ্দেশ্যে পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরে নৃত্যোৎসব শ্রদ্ধা’২৪ অনুষ্ঠিত হলো গত ৬ জানুয়ারি কৃষ্টি প্রেক্ষাগৃহে।
আনন্দধারা ছাড়াও নান্দনিক, নৃত্যালয়া, হৃদমাঝারে, আমাদপুর নৃত্যাঙ্গন, নিক্কন, মঞ্জিরনৃত্যালায়, গান্ধর্ব নৃত্যকুঞ্জ, বীনা পানি ডান্স একাডেমী, সুশ্রী, নৃত্যোদয় – ক্রিয়েটরস অফ ক্রিয়েটিভিটি নৃত্যসংস্থা তাদের নৃত্য পরিবেশন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয় শঙ্কর নৃত্যশৈলী এবং ভরতনাট্যম নৃত্যের অধ্যাপক ডঃ অর্কদেব ভট্টাচার্য মহাশয়। তার অমূল্য বক্তৃতা সমৃদ্ধ করে সকল নৃত্য শিল্পীদের। এছাড়াও উপস্থিত ছিলেন মেমারি শহরের বহু বিশিষ্ট গুণীজন।
এদিন ডঃ অর্কদেব ভট্টাচার্য্যকে আনন্দধারার পক্ষ থেকে সম্মান প্রদান করা হয় তিনি আনন্দধারার সৈকত চোঙদারের এই উদ্যোগকের প্রশংসা করে বলেন পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমী গঠনের লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা শাখার দায়িত্ব গ্রহণের জন্য। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করে মেমারি বিশিষ্ট বাচিকশিল্পী ব্রততী ঘোষ আলি।