02/11/2024 : 9:28 PM
বিনোদনরঙ্গমঞ্চ

৩০ তম জেলা যাত্রা উৎসব

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ২ মার্চ ২০২৪ :


পূর্বস্থলী ১ ব্লকের জাহাননগর পঞ্চায়েতের অন্তর্গত রাজাপুর ভাতশালা জেলা যাত্রা উৎসব অনুষ্ঠিত হলো দুদিনের. মতিলাল রায়ের স্মৃতির উদ্দেশ্যে এ বছর ৩০ তম জেলা যাত্রা উৎসব অনুষ্ঠিত হলো. উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রাম সংকর মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, বিডিও সঞ্জয় সেনাপতি, জেলা পরিষদের সদস্য আলিম মল্লিক, পঞ্চায়েত প্রধান মৃণাল কান্তি দেবনাথ, পূর্ত কর্মদক্ষ পরিমল দেবনাথ, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ দীপাঞ্জন চক্রবর্তী, শ্রীগুরু ক্লাব এবং পাঠাগারের সম্পাদক অমর দেবনাথ সহ আরো অনেকে.

প্রথম দিন অনুষ্ঠিত হলো সেই রাতে রাত ছিল পূর্ণিমা যাত্রা পালা, দ্বিতীয় দিন অনুষ্ঠিত হলো শ্রী গুরু ক্লাব এবং পাঠাগারের উদ্যোগে সিঁদুর দিয়ে কিনলাম যাত্রা। বাংলার যাত্রাপালা কে বাঁচিয়ে রাখতে এই উদ্যোগ নিয়েছেন পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

Related posts

ওমেন টাইমস “মিস এবং মিসেস নিউ ইয়ার 2023” এবং “ফ্যাশন অ্যাচিভারস অ্যাওয়ার্ডস” অনুষ্ঠান

E Zero Point

যোগেশ মাইমে হয়ে গেল প্রগতি বাংলা ১৬ তম বার্ষিক উৎসব

E Zero Point

অনুষ্ঠিত হলো পঞ্চম মিউজিক অ্যাকাডেমির বার্ষিক অনুষ্ঠান

E Zero Point

মতামত দিন