27/04/2024 : 10:30 AM
বিনোদন

শুভ জন্মদিন …মাধবী মুখোপাধ্যায়

দিগন্তিকা বোস


সৃজনশীল এই শিল্পীর সানিদ্ধে আসতে পেরে আমি ধন্য।
মাধবী মুখোপাধ্যায় (জন্ম:১৯৪২ এর আজকের দিনে) খ্যাতনামা অভিনেত্রী। বাংলা চলচ্চিত্রে জগত কে তিনি তাঁর অভিনয় দ্বারা সমৃদ্ধি করেছেন।
কলকাতায় জন্মগ্রহণ ।১৯৫০ প্রথম চলচ্চিত্র অভিনয় ‘দুই বেয়াই’। শিশুশিল্পী হিসাবে ‘কাঁকনতলা লাইট রেলওয়ে’ প্রথম রিলিজ ছবি।


তপন সিংহের ‘টনসিল’ ছবিতে তিনি প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন ১৯৫৬ সনে।
মাধুরী নামটা হারিয়েই গিয়েছে। এটা তাঁর আসল নাম নয় ৷ ১৯৬০ সালে মৃণাল সেনের ‘বাইশে শ্রাবণে’ কাজ করার সময় প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় তাঁর নাম দেন মাধবী৷ তার পর বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা ছবিতে অভিনয় করেন।


এছাড়াও তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় ১৯৬৩ সালে মহানগর ছবিতে অভিনয় করেন। ১৯৬৪ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় অবলম্বনে চারুলতা চলচ্চিত্রে অভিনয় করে যথেষ্ট প্রশংসিত হয়েছিলেন। ১৯৬৫ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় কাপুরুষ ছবিতে অভিনয় করেন।
বাংলা চলচ্চিত্রে নায়িকা এবং পার্শ্বচরিত্রে বহু ছবিতে অভিনয় করেছেন। তিনি মঞ্চেও অভিনয় করেছিলেন। আত্মজা নামক একটি চলচ্চিত্র পরিচালনাতেও তাঁকে দেখাগেছে।

তথ্যসূত্র : উইকিপিডিয়া, ইন্টারনেট

Related posts

ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ট্যাঙ্গো নাচতে প্রস্তুত !

E Zero Point

করোনা আবহে হতাশার সুর ক্ষ্যাপা বাউলের কন্ঠে

E Zero Point

পাওলি দাম এবার হিন্দি সিনেমায়

E Zero Point

মতামত দিন