29/03/2024 : 6:56 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

কেন্দ্র-রাজ্য জনবিরোধী নীতির প্রতিবাদে মেমারিতে সভা

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১০ ফেব্রুয়ারি ২০২১:


কেন্দ্র ও রাজ্যের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবং আগামী ১৩ ফেব্রুয়ারি কমরেড সুজন চক্রবর্তীর মেমারি নতুন বাস স্টান্ডের জনসভার সমর্থনে বুধবার মেমারি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো।

সিপিআইএম দক্ষিণ ৪ শাখার পক্ষ থেকে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন হোসেন আলী। এছাড়াও বক্তব্য রাখেন পিন্টু ভট্টাচার্য, সিপিআইএম মেমারি এক এরিয়া কমিটির সম্পাদক সনৎ ব্যানার্জি।

তিনি তার বক্তব্যে বলেন ভোটের মুখে তৃণমূল বিজেপি নেতারা বলছেন জ্যোতিবাবু, বুদ্ধদেববাবুরা খুব ভালো নেতা ছিলেন এবং সিঙ্গুর আন্দোলন করা ভুল হয়েছিল। তাহলে তারা কেন কারখানা করতে দিলেন না। কারখানা হলে বেকার যুবকরা কাজ পেতো, কিন্তু সেটা তারা হতে দিলেন না। এরা চেয়েছিল বাংলার ঘরে ঘরে ছেলেরা যাতে কাজ না পায় , বাংলায় অন্ধকার নেমে আসুক, শিল্পায়নের মাধ্যমে যাতে উন্নতি না ঘটে। এসবই ভোটের বাহানা আসলে তৃণমূল-বিজেপি দুজনে একই দল, একমাত্র বামপন্থীরাই মানুষের কথা বলে।

Related posts

রেকর্ড সংশোধনী শুনানিতে আইনজীবী কে বহিষ্কার, দাবি

E Zero Point

তৃণমূল যুব কংগ্রেসের যুবশক্তি সম্পর্কিত কর্মশালা বর্ধমানের দেওয়ানদিঘীতে

E Zero Point

বৃক্ষরোপন কর্মসূচী হুগলীতে

E Zero Point

মতামত দিন