সুব্রত চক্রবর্তী ও তন্ময় পালিতঃ আজ সাত সকালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রাম এলাকায়। সকাল ন’টা নাগাদ দু নম্বর জাতীয় সড়কের পাশে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে আসে জামালপুর থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই ব্যক্তি কোনো ট্রাক ড্রাইভার ছিলেন। তবে দেহ উদ্ধারের সময় তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলেই অনুমান। মাথায় ক্ষতচিহ্ন পাওয়া যায়। জামালপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পূর্ববর্তী পোস্ট