28/09/2023 : 9:14 AM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুরের বিভিন্ন জায়গায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন

আহাম্মদ মির্জা ও তন্ময় পালিতঃ গতকাল বিশ্ব পরিবেশ দিবসে জামালপুরের বিভিন্ন জায়গায় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা, বিদ্যালয় থেকে বৃক্ষরোপন করা হয়।

জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খানের পরিচালনায় জামালপুর ব্লকের সহযোগিতায় বিভিন্ন বিদ্যালেয়র ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষ রোপন করা হয়। জামালপুর ব্লকের ১১৫ টি কোয়ারিন্টন সেন্টারে আমগাছ বসানো হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন জামালপুর সমষ্টি উন্নয়ণ আধিকারীক শুভংকর মজুমদার, জামালপুর থানার ওসি অরুন সোম ও বিভিন্ন আধিকারীকগন।

এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালপুর ব্লকের জোতশ্রীরাম পঞ্চায়েতের পক্ষ হইতে এলাকাতে গাছ লাগানো হয় পঞ্চায়েত প্রধানআরিফা বেগমের উদ্যোগে।

Related posts

বড় ধরনের ডাকাতি রুখলো মেমারি থানার পুলিশ, গ্রেপ্তার ৫

E Zero Point

প্রচারে চমক গেরুয়া শিবিরে, জেলায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী

E Zero Point

ভ্রমণঃ ঘুরে আসুন মঙ্গলকোটের কোগ্রামে

E Zero Point

মতামত দিন