আহাম্মদ মির্জা ও তন্ময় পালিতঃ গতকাল বিশ্ব পরিবেশ দিবসে জামালপুরের বিভিন্ন জায়গায় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা, বিদ্যালয় থেকে বৃক্ষরোপন করা হয়।
জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খানের পরিচালনায় জামালপুর ব্লকের সহযোগিতায় বিভিন্ন বিদ্যালেয়র ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষ রোপন করা হয়। জামালপুর ব্লকের ১১৫ টি কোয়ারিন্টন সেন্টারে আমগাছ বসানো হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন জামালপুর সমষ্টি উন্নয়ণ আধিকারীক শুভংকর মজুমদার, জামালপুর থানার ওসি অরুন সোম ও বিভিন্ন আধিকারীকগন।
এছাড়াও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জামালপুর ব্লকের জোতশ্রীরাম পঞ্চায়েতের পক্ষ হইতে এলাকাতে গাছ লাগানো হয় পঞ্চায়েত প্রধানআরিফা বেগমের উদ্যোগে।