29/03/2024 : 11:41 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জিআরও দপ্তরের চ্যাঙরে দুইজন আহত

আলেক শেখঃ কালনা মহকুমা আদালতের জিআরও দপ্তরের ছাদের চ্যাঙর ভেঙে পড়ে সোমবার কর্মরত অবস্থায় দুই কর্মী আহত হয়। আহতরা হলেন– লেডি কনস্টেবল কোয়েল প্রামানিক ও সিভিক ভলেন্টিয়ার অরুণ সরকার। আহতদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। কালনা বার এসোসিয়েশনের পরিচালন কমিটির অন্যতম সদস্য পার্থসারথী কর বলেন– জিআরও দপ্তরের বহুদিন থেকেই জীর্ণদশা। ফলে এই  দফতর মুন্সেফ আদালতে স্থানান্তরিত করা হয়। সেই মুন্সেফ আদালতের ছাদের চ্যাঙর পরেই আজ দুইজন কর্মী আহত হন।  আমরা উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো। কালনা শহরের ১৫ নং ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করায় সোমবার থেকে ২২ শে জুলাই পর্যন্ত আদালত বন্ধ হয়ে গেল। তবে পুলিশ ফাইলের জন্য আদালত চলবে।

Related posts

মাউন্ট ইউনাম জয় করে ঘরে ফিরলেন মেমারির রাজা

E Zero Point

বিষপান করে আত্মহত্যার চেষ্টা গৃহবধুর

E Zero Point

অধ্যাপক হতে চান? এবার রাজ্যের কলেজগুলির অধ্যাপক নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি

E Zero Point

মতামত দিন