28/05/2023 : 1:15 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনা মহকুমা প্রশাসনের বনসৃজন কর্মসূচি 

আলেক শেখঃ পরিবেশ দূষণের কারণে প্রকৃতি রুষ্ট  হয়ে করোনা, আমফান ঘূর্ণিঝড়,  কালবৈশাখীর মতো মারাত্মক অস্ত্র দিয়ে মানুষের উপর আঘাত হানছে ।  এই অবস্থায়  মানুষ যখন  চরমভাবে বিপর্যস্ত ।  এই পরিস্থিতিতে  পরিবেশ রক্ষায় কালনা মহাকুমা প্রশাসন শুক্রবার বনসৃজন কর্মসূচি গ্রহণ করে । কালনা মহকুমা শাসক দপ্তরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, কালনা পৌরসভার পৌরপতি দেবপ্রসাদ বাগ, জেলা বিচারপতি  মাননীয় রাজেশ চক্রবর্তী,  কালনা মহকুমা শাসক সুমন সৌরভ মহান্তি  প্রমূখ ।  তাঁরা  বনসৃজন করে সাধারণ মানুষকে এই বার্তা দেন যে– পরিবেশ রক্ষায় বনসৃজন ছাড়া কোন গতি নেই ।  তাই প্রতিটি মানুষকে সচেতন হয়ে গাছ লাগাতে হবে ।  পরিবেশকে রক্ষা  করতে হবে ।

Related posts

শিক্ষক দিবসে রক্তদান শিবিরে হামলা ভাঙচুর হাওড়ায়

E Zero Point

গুসকরার আদিবাসী ছাত্রছাত্রীদের পাশে বিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী

E Zero Point

ধারালো অস্ত্রসহ কয়েক জন দুষ্কৃতী গ্রেফতার

E Zero Point

মতামত দিন