04/12/2023 : 2:38 AM
দক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

দেবীপুরে লাইন পাড়াপার করতে গিয়ে স্কুটি আরোহীর মৃত্যু

সুব্রত চক্রবর্তীঃ হাওড়া বর্ধমান মেন লাইন শাখার দেবীপুর স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ের উপর, রেলওয়ে টি আর ভ্যান ইঞ্জিন এর সঙ্গে মটর বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ ঘটনাস্থলেই মৃত্যু হয়। মোটরবাইক আরোহীর নাম আমিনুল হক (৩৫), পূর্ব বর্ধমানের চোটখন্ডের জুুঝারপুুুর গ্রামেের বাসিন্দা।

অনেকক্ষণ পর্যন্ত দেহ রেল লাইনে পড়ে থাকার পর রেল পুলিশের আধিকারিক ও পুলিশ এসে ময়না তদন্তের জন্য দেহ উদ্ধার করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের কাছে জানা যায়, লেভেল ক্রসিংয়ের গেট পড়ার পর,  উক্ত ব্যক্তি গেট পড়ে থাকাকালীন জীবনের ঝুঁকি নিয়ে পাড় হতে যাচ্ছিলেন। এমতাবস্থায় স্কুটির চাকা লাইনে আটকে যাওয়ায় উল্টো দিকে থেকে আসা টি আর ভ্যান ইঞ্জিননের সাথে ধাক্কা লাগে এবং লেভেল ক্রসিং থেকে দেবীপুর স্টেশন পর্যন্ত দেহটিকে টেনে নিয়ে আসে। ঘটনাস্থলেই ব‍্যক্তির মৃত্যু হয়।

 

 

Related posts

প্রদীপ প্রজ্বলনে মায়ের পুজোর উদ্বোধন করলেন বিধায়ক

E Zero Point

দুয়ারে সরকারের কাজকর্ম দেখতে মেমারিতে মহকুমা শাসক

E Zero Point

উৎকর্ষ বাংলা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন মুর্শিদাবাদের জেলাশাসক

E Zero Point

মতামত দিন