জিরো পয়েন্ট নিউজ – আশিস কুমার ঘোষ, হুগলি, ১৪ ফেব্রুয়ারি ২০২৫ :
সাত সকালেই থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে পুকুরে মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ালো তারকেশ্বর এলাকায় সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানা সংলগ্ন এলাকায় , এইদিন সকালে তারকেশ্বর থানা সংলগ্ন বেলপুকুরে একটি মৃতদেহ ভেসে ওঠে,পরনে লাল গেঞ্জি কালো প্যান্ট কোমরে বেল্ট খালি পা পুরুষ,বয়স আনুমানিক ৫০ এর কাছাকাছি ,মৃতদেহটি কোথা থেকে এখানে এসে পৌঁছালো তা নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায়,খবর পাওয়া মাত্রই পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়,প্রসঙ্গত গত বুধবার মাঘী পূর্ণিমা উপলক্ষে তারকেশ্বর মন্দিরে প্রচুর ভিড় হয় সেই সময়ে বহু মানুষের সমাগম ঘটে শৈবতীর্থ তারকেশ্বরে সাধারণ মানুষের অনুমান সেই সময় ঘটনাটি ঘটে থাকতে পারে ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ।