জিরো পয়েন্ট নিউজ – নিজস্ব সংবাদ, মেমারি, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ :
শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সেবা সংঘের ৪ দিন ব্যপী বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার মেমারির পারিজাত নগরে। গত ১২ ফেব্রুয়ারি বুধবার গুরুচাঁদপল্লীতে সকালে ডঙ্কা-কাঁশি-শিঙ্গা-নিশান নিয়ে মতুয়া ভক্তরা ঘটের জল নিয়ে এসে বাৎসরিক মহোৎসবের শুভ সূচনা করে। পরে হরিলীলামৃকত পাঠের পর সন্ধ্যায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে গোসাই পাগল ও দলপতিরা বর্ণাঢ্য শোভযাত্রার মাধ্যমে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে।
উৎসব কমিটির সম্পাদক কমল বিশ্বাস বলেন, ১৫ তম বাৎসরিক অনুষ্ঠানে চারদিন ধরে হরিসঙ্গীত, লোকসঙ্গীত, গোষ্ঠ সংগীত, কবিগান, যাত্রা, বসে আঁকো ও ক্যুইজ প্রতিযোগিতা, মতুয়া নৃত্য, কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ইত্যাদি অনুষ্ঠান করা হয়।
শনিবার মন্দির প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শহীদ শিবশঙ্কর সেবাসমিতির সহায়তায় ৪৫ জন রক্তদাতা রক্তদান করেন।
উৎসব কমিটির সভাপতি সুদীপ্ত মন্ডল জানান, সামাজিক শোষণ ও অপশাসনের বন্ধন থেকে মুক্তিদাতা, পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও জাতির জনক শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শ, চিন্তাধারা সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বাৎসরিক হরিনাম মহোৎসবের আয়োজন করা হয়েছে।
শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সেবাসংঘের অন্যতম সংগঠক ড. কৃষ্ণপদ বিশ্বাস বলেন, আমরা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলনের সাথী। তাই আমাদের আগামী লক্ষ্য একটি আধুনিক ইংলিশ মিডিয়াম কিন্ডার গার্ডেন স্কুল প্রতিষ্ঠা, নীট সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টার তৈরি, কম্পিউটার সেন্টার, কর্মসংস্থানের প্রশিক্ষণ শিবির, লাইব্রেরী সহ খেলা-ধূলা সহ শরীর চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠা।
জানা যায়, শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া সেবা সংঘের ৪ দিন ব্যপী বাৎসরিক মহোৎসবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্য়ানন্দ ব্যানার্জী, বিশিষ্ট সমাজসেবী ডাঃ সুশীল মুর্মু, মেমারি থানার ওসি প্রীতম বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টব্যক্তিরা।