29/03/2024 : 12:37 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি শহর তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন

জিরো পয়েন্ট নিউজ স্বদেশ মজুমদার, ২ জানুয়ারি ২০২২:


সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (সংক্ষেপে তৃণমূল কংগ্রেস; ) ভারতের একটি জাতীয় রাজনৈতিক দল। ১৯৯৮ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে এই দল প্রতিষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের প্রধান নেত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ তৃণমূল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবস সারা রাজ্যের পাশাপাশি পালিত হল পূর্ব বর্ধমান জেলার মেমারি শহরে। মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেমারি নতুন বাস স্টান্ডে দলীয় পতাকা উত্তোলন ও মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান এর মাধ্যমে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো।

পাশাপাশি এই কর্মসূচিকে কেন্দ্র করে গুণীজন সংবর্ধনা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল, মেমারি শহর সংখ্যালঘু সেলের সভাপতি ফারুক আব্দুল্লাহ,মেমারি শহর এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস সভাপতি অজিত সিং সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও বিশিষ্ঠজনেরা।

Related posts

বাগিলা পঞ্চায়েত এলাকায় ৭ টি ঢালাই রাস্তার প্রকল্প উদ্বোধন

E Zero Point

জন্মাষ্টমীর পূর্বেই বন্ধ হয়ে গেল মায়াপুরের ইসকনের মন্দির

E Zero Point

মেমারি পৌরসভার ১৪ নং ওয়ার্ডে শিক্ষক দিবস পালন

E Zero Point

মতামত দিন