25/04/2024 : 11:29 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গ

দুই কিশোরী মেয়ের জীবন যুদ্ধের পাশে বৈশাখী উৎসব কমিটি

জিরো পয়েন্ট নিউজ২ জানুয়ারি ২০২২:


করোনা নামক ভাইরাসের কারণে শিক্ষা গ্রহণ পদ্ধতি অনলাইনে করতে হয়েছে, মানুষের জীবন ও জীবিকা নির্বাহ সংকটজনক হয়ে পড়েছে। চারিদিকে সাধারণ মানুষের মধ্যে হতাশার ছাপ সুস্পষ্ট।কর্মহীন হয়ে পড়েছে বেসরকারি কোম্পানীতে কর্মরত বেশিরভাগ মানুষ।এই রকম সংকটজনক পরিস্থিতিতে প্রশাসনের কাজকে সুস্থ এবং সমাজে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পাশাপাশি স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন বিভিন্ন রকমের সামাজিক কর্মকাণ্ডে লিপ্ত রেখেছে।

এইরকম একটি স্বেচ্ছাসেবী সংস্থা অশোক নগর বৈশাখী উৎসব কমিটি। যারা বছর ধরে সমাজের প্রয়োজনে বিভিন্ন রকমের কর্মকাণ্ড করে থাকে। তাদের কাছে খবর আসে হাবড়া পৌরসভার হাটথুবা অঞ্চলের মাতৃহারা পিতার অবর্তমানে দুই কিশোরী মেয়ের জীবন যুদ্ধের সংগ্রামের কথা।যাদের একজন কলেজে পাঠরত এবং ছোটজন মাধ্যমিক পরীক্ষার্থী।বড়জন সোনিয়া মিত্র জাদু প্রদর্শনী এবং ছোট বোন কোয়েল মিত্র কাগজের পেন বানিয়ে জীবনে রোজগার করে চলেছে।তারা এই সংকটজনক পরিস্থিতিতে ও কেউ কাছে শরনাপন্ন না হয়ে নিজেরা অর্থ উপার্জনের পথ বেছে নিয়েছেন। সেইসাথে তার অসুস্থ দিদাকে দেখভাল করছেন। বৈশাখী উৎসব কমিটি তারা তাদের সামর্থ্য অনুযায়ী দুই বোনের কাছে উপহার হিসাবে শিক্ষা সামগ্রী,ফল এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।বৈশাখী উৎসব কমিটির এই উদ্যোগকে হাবড়া হাটথুবা অঞ্চলের মানুষেরা সাধুবাদ জানিয়েছেন,সেই সাথে এই পরিবারের পাশে থাকার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Related posts

পরিযায়ী শ্রমিকদের পাশে পঞ্চায়েত কর্মচারীরা

E Zero Point

নিউটাউনে রাতের শহরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার

E Zero Point

বল ভেবে বোম নিয়ে খেলতে গিয়ে গুরুতর আহত শিশু

E Zero Point

মতামত দিন