26/04/2024 : 8:22 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোট ব্লক জমিয়তের পক্ষ থেকে ৩০০ দরিদ্র পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ

আমিরুল ইসলাম, মঙ্গলকোটঃ পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লক জমিয়তের পক্ষ থেকে আজ মঙ্গলকোট মাদ্রাসায় প্রায় ৩০০ দারিদ্র মানুষকে কিছু খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। যার মধ্যে ২৫ কিলো চাল, ২ কিলো ডাল,  ২ কিলো ছোলা, ২ লিটার তেল, ২ কিলো চিনি ইত্যাদি দেওয়া হয়।

মূলত করোনাভাইরাস এর জেরে লকডাউন চলছে কিছু মানুষ কাজ হারিয়ে ঘরে বসে রয়েছেন ঘরে। এরপর আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মঙ্গলকোট ব্লক এর বহু মানুষ। তাই তাদের কথা চিন্তা করে আজমল ফাউন্ডেশন এর সহযোগিতায় মঙ্গলকোট ব্লক জমিয়তের উদ্যোগে এবং মঙ্গলকোট মাদ্রাসা সহযোগিতায় এই ত্রাণবিলি করা হল।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লক জামায়েতের সম্পাদক হাফেজ সাবির আলি, মঙ্গলকোট মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধারসোনা মাদ্রাসার সম্পাদক এইচ.এম. নাসিরুদ্দিন চৌধুরী। মঙ্গলকোট ব্লক জমিয়তের এই উদ্যোগে খুশি এলাকার দরিদ্র শ্রেনীর মানুষ।

Related posts

কালনায় ডেপুটেশনে বিতর্কিত মন্তব্য রাজ্যের বিজেপি সহ সভাপতির

E Zero Point

আনন্দ মেলার উদ্বোধনে পৌরসভার চেয়ারম্যান

E Zero Point

মেমারির বুকে এক টুকরো হিমাচল: শুরু আপেল চাষ, চাষিদের বিপুল অর্থলাভের সম্ভাবনা

E Zero Point

মতামত দিন