26/04/2024 : 8:16 PM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

ভারতের অভয়ারণ্য (পর্ব-১) :~কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-২৪ (চর্তুথ সপ্তাহ)

কুইজের খোঁজ খবর ও কুইজ প্রতিযোগিতা-২৪

আজ বিশেষ প্রযুক্তিগত কারণে পোষ্ট করতে দেরি হওয়ায় অনেকেই ফোন করে জানতে চেয়েছেন, ১২টায় কুইজের খবর পেলাম না বলে।  আমরা ক্ষমাপ্রার্থী। এই ভাবে সাথে থাকুন, বিভিন্ন বিষয়ে জ্ঞানের চর্চা করতে থাকুন। চতুর্থ সপ্তাহে কুইজ জমে গেছে, বিভিন্ন জেলা থেকে উত্তর আসতে শুরু হয়েছে। তাই সবথেকে আগে যে উত্তর দিচ্ছে সেই ক্রমে প্রথম ১০ জনের নাম নেওয়া হচ্ছে। “কুইজের খোঁজ খবর” ও ” কুইজ প্রতিযোগিতা” -প্রতিদিন কিছু বিষয়ে কুইজের খোঁজ খবর দেবো আমরা ও তার সাথে থাকবে একটি প্রশ্ন। যার উত্তর আমাদের ওয়াটসঅ্যাপ 7797331771  নাম্বারে  পাঠাতে হবে।

আমরা প্রতিদিন এবার থেকে দুপুর ১২টায় পোষ্ট করব এবং আপনাকে রাত ১২টার মধ্যে উত্তর দিতে হবে।

নিয়মাবলীঃ


১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিনের প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি
ওয়াটসঅ্যাপ 7797331771


শুভেচ্ছা সহ ১০১/- টাকা ট্রান্সফার করা হল সাপ্তাহিক বিজয়ী ডঃ সায়ন ভট্টাচার্য -কে


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতাঃ সাপ্তাহিক বিজয়ী ডঃ সায়ন ভট্টাচার্য -কে জিরো পয়েন্ট এর পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। (তৃতীয় সপ্তাহের প্রতিযোগিতায় ৩ জন সর্বোচ্চ উত্তরদাতা ছিলেন, আমরা সবক্ষেত্রে যিনি আগে উত্তর দিয়েছেন সেই মানদন্ডে বিজয়ী নির্ধারণ করা হল)

কুইজ প্রতিযোগিতা-২৩- উত্তর


প্রশ্নঃ ২০২০ সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম “Celebrate Biodiversity : It’s Time for Nature”। হোস্ট সিটি কোন শহর?
উত্তরঃ কলম্বিয়া (জার্মানির সহযোগিতায়)

সঠিক উত্তরদাতা

সকল অংশগ্রহণকারীকে জিরো পয়েন্ট-এর পক্ষ থেকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা। পেজটি আপনার টাইমলাইনে শেয়ার করুন ও আমাদের ফেসবুক পেজ Zero Point- জিরো পয়েন্ট লাইক করুন।


কুইজের খোঁজ খবর-২৪

গতকাল ছিল বিশ্ব পরিবেশ দিবস। অনেক দেশেই ৫ থেকে ১১ই জুন পরিবেশ সপ্তাহ পালন করা হয়। ভারতেও কোনো কোনো রাজ্য পরিবেশ সপ্তাহ পালনের কর্মসূচী নেয়। স্কুল-কলেজ -ইউনিভার্সিটি -সরকারি দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন জনসচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই বছর করোনা ভাইরাসের দাপটে তা করা সম্ভব হয়নি। আমরা প্রশ্নোত্তরে পরিবেশ সপ্তাহ পালন করব। পরিবেশ রক্ষার বিভিন্ন দিকের খোঁজখবর থাকবে সাতদিন।

আজকের বিষয়ঃ ভারতের অভয়ারণ্য (পর্ব-১)

১। ভারতের প্রধান রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত অভয়ারণ্য কয়টি?
– ৫ টি

২। এরমধ্যে তিনটিই একটি রাজ্যে অবস্থিত। কোন রাজ্যে?
– কেরালা

৩। ভারতের প্রথম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান কোনটি?
– Hailey National Park, বর্তমানে জিম করবেট ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ড (১৯৩৬)

৪। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণের জন্য ভারতে বন্যপ্রাণ সংরক্ষণ আইন কত সালে পাশ হয়?
– ১৯৭২

৫। National Wildlife Database, May 2019-এর তথ্য অনুসারে ভারতে কতগুলি জাতীয় উদ্যান আছে?
– ১০৪ টি

৬। কোন রাজ্যে ন্যাশনাল পার্কের সংখ্যা সবথেকে বেশি?
– মধ্যপ্রদেশ, ১০টি

৭। ভারতে আয়তনের দিক থেকে বৃহত্তম ন্যাশনাল পার্ক কোনটি?
– হেমিস ন্যাশনাল পার্ক, জম্মু কাশ্মীর (৪৪০০ বর্গকিলোমিটার)

৮। Kashmir Stag (কাশ্মীরী হরিণ) বা চলতি কথায় ‘হেঙ্গুল’ (cervus canadensis hanglu) ভারতের একটি মাত্র ন্যাশনাল পার্কেই পাওয়া যায়। সেটি কোথায়?
– Dachigam National Park, জম্মু কাশ্মীর

৯। Asiatic Lion (panthera leo leo) ভারতের কোন ন্যাশনাল পার্কে পাওয়া যায়?
– গির ন্যাশনাল পার্ক, গুজরাট

১০। ভারতের কোন বনাঞ্চলকে Asiatic Lion-এর দ্বিতীয় বাসস্থান রূপে গড়ে তোলার উদ্যোগ (Asiatic Lion Reintroduction Project) নেওয়া হয়েছে?
– Palpur-Kuno Wildlife Sanctuary

 

কুইজ প্রতিযোগিতা-২৪


পাঠকের জন্য প্রশ্নঃ

পৃথিবীর মোট একশৃঙ্গ গন্ডারের দুই-তৃতীয়াংশের বসতি ভারতের কোন ন্যাশনাল পার্কে?



সঞ্চালকঃ অপূর্ব কুমার সু


 

Related posts

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

আজকের উক্তিঃ সমৃদ্ধ হোক আপনার জীবন

E Zero Point

বিশ্ব পরিবেশ দিবস :~কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-২৩ (চর্তুথ সপ্তাহ)

E Zero Point

মতামত দিন