06/06/2023 : 8:44 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

মঙ্গলকোট থানার মানবিক উদ্যোগে সুস্থ হলেন এক ভবঘুরে

আমিরুল ইসলামঃ চলছে লকডাউন, মানুষ যেমন কর্মহীন হয়ে পড়েছেন, তেমনি যারা ভিক্ষাবৃত্তি করেন, মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে তারা পড়েছে চরম সমস্যায়। আজ এমনই মানবিক ছবি ধরা পরল আমাদের সাংবাদিক চোখে।
মঙ্গলকোটের নোয়াপাড়া বাসস্ট্যান্ডের কাছে এক ভবঘুরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। রাস্তার ধারে তিনি অচৈতন্য হয়েপড়ে থাকেন। স্থানীয়রা তড়িঘড়ি মঙ্গলকোট থানায় খবর দেয়। মঙ্গলকোট থানার পুলিশ দ্রুত ওই স্থানে হাজির হন এবং ওই ভবঘুরেকে মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। কিছুক্ষণ চিকিৎসার পর ওই ব্যক্তির সুস্থ হন। মঙ্গলকোট থানার উদ্যোগে খুশি হয়েছেন স্থানীয় মানুষজন।

Related posts

মেমারির স্বপ্নসন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রর অনলাইন ও অফলাইন শিক্ষক দিবস

E Zero Point

যুব নেতা নিত্যানন্দ ব্যানার্জীর হাত ধরে মেমারিতে তৃণমূলে যোগদান

E Zero Point

শুভেন্দু অধিকারী না মুকুল রায় কে হবেন বিরোধী দলনেতা?

E Zero Point

মতামত দিন