06/06/2023 : 7:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আমফানে দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ মেমারির কালসী বাজারে

নূর আহামেদঃ মেমারী ১- পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে শনিবার বিকেল ৫টা নাগাদ মেমারির কালসী বাজারে আমফান -এ ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গের চার জেলার দুর্গতদের জন্য অর্থ সংগ্ৰহ করা হল। এই অর্থ সংগ্রহে কালসী এলাকার ব্যবসায়ীরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ত্রাণের জন্য অর্থ সংগ্রহের নেতৃত্ব দেন মেমারি-১ পূর্ব এরিয়া কমিটির সম্পাদক অভিজিৎ কোঙার, অমিতাভ চৌধুরী, গৌতম মজুমদার, সেখ হামিম, বিভাস রায় প্রমুখ।

উক্ত কর্মসূচিতে বামপন্থী নেতা অভিজিৎ কোঙার জানান যে, আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে কেন্দ্র সরকারের যেমন জাতীয় বিপর্যয় ঘোষণা করা উচিৎ ঠিক তেমনই রাজ্য সরকারের উচিৎ গৃহহীন মানুষের পুর্নবাসনের ব্যবস্থা করা। তার সাথে সাধারণ জনগণ যাতে সাধ্যমত এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারে সেই কারণে আমাদের এই অর্থ সংগ্রহ কর্মসূচী।

একই কর্মসূচী এদিন দেবীপুর শিবতলা, শংকরপুর বাজার এলাকায় অর্থসংগ্রহ করা হয়।

Related posts

দলের প্রতিষ্ঠা দিবস নিয়ে আলোচনায় শহর তৃণমূল কংগ্রেস

E Zero Point

মেমারিতে শ্রমিক মেলায় সিটুর বিক্ষোভ ও ধস্তাধস্তি

E Zero Point

দিল্লিতে কৃষকদের ওপর অত্যাচারঃ প্রতিবাদে পথ অবরোধ বাম সংগঠনের

E Zero Point

মতামত দিন