আলেক শেখঃ আবার ঘুমের ঔষধ স্প্রে করে শুক্রবার রাতে চুরি হয়ে গেল এক কৃষকের সর্বস্ব | চুরি যাওয়া কৃষক আজিত শেখের বাড়ি কালনা থানার অনুখাল গ্রাম পঞ্চায়েতের মোমিনপুর গ্রামে | খবর পেয়ে শনিবার সকালে কালনা থানার পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করলেও কেউ গ্রেপ্তার হয়নি বলে জানা গেছে | কৃষক আজিত শেখ জানান– তাঁর দ্বিতল বাড়ির চারটি ঘরেই লোকজন থাকা সত্বেও চুরির সময় কেউ টের পায়নি | চুরি গেছে নিজের জমির ধান বিক্রি করা ৪০ হাজার টাকা, চার ভরি সোনার গহনা | চুরির সময় দুষ্কৃতীরা ঘুমের ঔষধ স্প্রে করেছিল বলে আশঙ্কা করা হচ্ছে | কারন বাড়িতে থাকা ৮/১০ সদস্যের মধ্যে কেউ টের পায়নি | ঠিক একই কায়দায় লকডাউনের মধ্যে গত ৮ ই মে রাতে চুরি হয়ে যায় পাশের গ্রাম মালি কেলেনই ও একচাকা গ্রামে যথাক্রমে বাবর মল্লিক ও বিকাশ দাসের বাড়িতে | এই ঘটনাগুলিতে কেউ গ্রেপ্তার হয়নি | ঘুমের ঔষধ স্প্রে করে চুরি করার পদ্ধতি যে নতুন নয়, প্রায় বছর খানিক আগে ২০১৯ সালের ৮ ই জুন কালনা থানার পূর্ব সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের মাঠেরপাড়া গ্রামে চুরি হয় এই পদ্ধতি অবলম্বন করেই | এই গ্রামের শহীদ শেখ ভিন রাজ্যে সোনা-রুপার কাজ করতেন | সেখান থেকে চুরি হওয়ার কিছু দিন আগে সপরিবারে গ্রামের বাড়িতে ফিরে আসেন | ওই দিন বাড়িতে শহীদ শেখ তার এক পুত্র এবং এক মামাতো ভাই রাত্রে ঘরে ঘুমিয়ে ছিলেন | রাত্রি তিনটে নাগাদ ঘুম ভেঙে তিনি দেখেন ঘরের জিনিসপত্র সব লন্ডভন্ড , ছড়ানো ছিটানো | আর ঘরে একটা তীব্র গন্ধ পাওয়া যায় | এই ঘটনা থেকে বোঝা যায় চুরির আগে চোরেরা ঘুমের ঔষধ স্প্রে করে | সেই ঘটনায় শহীদ শেখে ৩৬ হাজার টাকা নগদ, দুটি দামি মোবাইল এবং কিছু সোনার গহনা খোওয়া যায় |