01/12/2023 : 8:18 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

লকডাউনের অজুহাতে মজুরি কমিয়ে দেওয়ায় বিক্ষোভ শ্রমিকদের

আলেক শেখঃ বেতন বৃদ্ধি তো দূরের কথা লকডাউনের অজুহাতে শ্রমিকদের  বেতন কমিয়ে দেন পাওয়ারলুম মালিকরা | তারই প্রতিবাদে শনিবার শ্রমিকরা কাজ বন্ধ করে  নাদনঘাট থানার শ্রীরামপুরের পাওয়ারলুমগুলির সামনে বিক্ষোভ দেখায় | এলাকায় তারা  সিআইটিইউ-এর পতাকা নিয়ে মিছিলও করেন |   সি আই টি ইউ অনুমোদিত পূর্ব বর্ধমান জেলা  তাঁত শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি প্রবীর মজুমদার জানান–লকডাউনের শ্রমিকদের দুর্বলতার সুযোগ নিয়ে পাওয়ারলুম মালিকরা মজুরি প্রায় অর্ধেক করে দিয়েছে | তারই প্রতিবাদে আজ শ্রমিকরা শ্রীরামপুর এলাকায় বিক্ষোভ ও মিছিল সংগঠিত করেছে | আগামী সোমবার এই আন্দোলন ছড়িয়ে পড়বে শ্রীরামপুরের পাশাপাশি জাহাননগর ও কালেখাতলা-২ গ্রাম পঞ্চায়েত এলাকাতেও | এই শোষণ ও বঞ্চনা তাঁত শ্রমিকরা মেনে নেবে না |  গত মঙ্গলবার পূর্বস্থলী-১ বিডিও দপ্তরে বিক্ষোভ ও বিডিওকে  স্মারকলিপি দেওয়া হয় সি আই টি ইউ অনুমোদিত পূর্ব বর্ধমান জেলা  তাঁত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে |  তাতে দাবিগুলোর মধ্যে অন্যতম  দাবি ছিল– লকডাউনের অজুহাতে কোন শ্রমিককে ছাঁটাই করা যাবে না | কোনভাবেই মজুরি কমানো যাবে না |  পাওয়ারলুম মালিকরা সেই দাবীকেই নস্যাৎ করে দিলেন |

Related posts

এবার বিজেপির লক্ষ্য পৌরসভা…গেরুয়ার ছোঁয়া কান্দিতে

E Zero Point

কালনায় ডেপুটেশনে বিতর্কিত মন্তব্য রাজ্যের বিজেপি সহ সভাপতির

E Zero Point

স্বাধীনতা দিবসের সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের, বিক্ষুব্ধ জনতার পথ অবরোধ

E Zero Point

মতামত দিন