24/04/2024 : 3:49 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কালনার সিমলন গ্রাম পঞ্চায়েতে রাস্তা বেহাল, চরম সংকটে গ্রামবাসী

নিজস্ব সংবাদদাতা, কালনা : ৬ জুন– দীর্ঘ দিন থেকে গ্রামের একমাত্র প্রবেশের রাস্তাটি বেহাল ছিলই | সম্প্রতিকালের প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাস্তাটি আরো বেহাল হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে |  এমনই অভিযোগ কালনা-১ নং ব্লকের অন্তর্গত সিমলন গ্রাম পঞ্চায়েতের মোসলেমাবাদ গ্রামবাসীদের | এই গ্রামের বাসিন্দা জুলফিকার আলী শেখ, রফিকুল শেখ,  রাবিকুল শেখ প্রমুখরা জানান–রাস্তার বেহালের জন্য সমস্ত যান চলাচল বন্ধ হয়ে পড়েছে |  বাজার হাট, কলেজ, আদালত যাওয়ার জন্য অটো,  চলতো | এখন বন্ধ হয়ে পড়েছে | গ্রামের কোন রুগীকে হাসপাতাল বা ডাক্তারখানায় নিয়ে যেতে গেলে এম্বুলেন্স গ্রামে ঢুকতে পারে না |  অথচ এই গ্রামের হাই মাদ্রাসার বিভিন্ন গ্রাম থেকে ছেলে মেয়েরা পড়তে আসে | লকডাউনের কারনে এখন মাদ্রাসা বন্ধ | কিন্তু যখন মাদ্রাসা খুলবে– তখন ছাত্র-ছাত্রী, শিক্ষকদের এই গ্রামে আসা অসম্ভব হয়ে পড়বে |  এই রাস্তার বেহাল কথা স্থানীয় সিমলন গ্রাম সদস্য বিমল সিংহরায়ও স্বীকার করে নেন | তিনি বলেন– মোস্লেমাবাদের রাস্তা নির্মাণ করবে পূর্ব বর্ধমান জেলা পরিষদ | ইতিমধ্যেই ওই রাস্তা নির্মাণে জন্য জেলা পরিষদ বরাদ্দ করেছে ১ কোটি ৭৬ লক্ষ টাকা | দুটি পর্যায়ে রাস্তা হবে | একটি পাকা রাস্তা সারগরিয়া পাকা রাস্তা থেকে মোস্লেমাবাদের ভিতর দিয়ে শাঁখাটি গ্রাম পর্যন্ত আর একটি বৃদ্ধপাড়া মোড় থেকে মোস্লেমাবাদ মোড় পর্যন্ত যাবে |  লকডাউনের কারনে রাস্তা নির্মাণের কাজ শুরু করা যায়নি | খুব শীঘ্রই নির্মাণের কাজ শুরু হয়ে যাবে | পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাগবুল ইসলামও বলেন- রাস্তাটি অনুমোদিত হয়েছে | কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে |

Related posts

মেমারির নাবালিকা উদ্ধার তমলুকে

E Zero Point

সিধু-কানহু মূর্তি ভাঙার প্রতিবাদে মেমারি থানায় বিক্ষোভ ও ডেপুটেশন

E Zero Point

বিজেপির রাজ্য সভাপতির রোডশো পূর্বস্থলীতে

E Zero Point

মতামত দিন