স্টাফ রিপোর্টার, পাণ্ডুয়াঃ করোনার গ্রাসে গোটা পৃথিবী। তার অঙ্গ হিসেবে আমাদের দেশ ও আক্রান্ত। রাজ্যের বহু শ্রমিক অতিথি হয়ে বিভিন্ন রাজ্যে কাজ করছিলেন এই করোনা পরিস্থিতির জেরে তারা ফিরতে বাধ্য হয়েছেন। হাতে পয়সা নেই পরিবারের মুখে খাবার তুলে দিতে কালঘাম ছুটছে গরিব মানুষ গুলোর। সারা ভারত কৃষক ক্ষেতমজুর ইউনিয়ন পাণ্ডুয়ার এরিয়া কমিটির সরাই শাখার উদ্যোগে ডাল তেল বিস্কুট সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কর্মহীন অসহায় মানুষদের মধ্যে বিতরণ করা হলো উপস্থিত ছিলেন পার্টির পাণ্ডুয়া এরিয়া কমিটির সদস্য বিজয় রায়, এলাকার বর্ষীয়ান নেতা সঞ্জয় মুখার্জি,প্রবীর নাথ,পূজা নাথ সহ অনেকে।
পূর্ববর্তী পোস্ট