27/04/2024 : 1:18 AM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

নিশ্চিন্তে, নির্ভয়ে ভোটদানঃ গ্রামে গ্রামে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনীর

জিরো পয়েন্ট নিউজ – মৃন্ময় রায়, কোচবিহার, ২০ মার্চ ২০২১:


রুটমার্চ অর্থাৎ প্রত্যেকটা অলিগলি চিনে নেওয়া l গতবছস  এ রাজ্যের পঞ্চায়েত ভোটে ছাপ্পা ভোটমারার অভিযোগ জমা পড়েছিল নির্বাচন কমিশনের কাছে। অনেকেই আবার নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতেই পারেন নি এমনটাই উল্লেখ করা হয় অভিযোগ পত্রে l

কিন্তু এবার বিধানসভা নির্বাচন, সাধারণ মানুষ যাতে সুন্দর সুস্থ ভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার জন্যে এ রাজ্যে আগাম কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয় l তবে এবার নির্বাচনের প্রাক্কালে বাহিনীর কাজ হচ্ছে প্রত্যেকে টা অলিগলি চিনে রাখা l যাতে কোনো ধরণের উত্তেজনাপূর্ণ কার্যকলাপ সহজেই আটকানো যায় l

সেই মোতাবেক এদিন মেখেলিগঞ্জ ব্লকের অন্তর্গত রানীরহাট অঞ্চলের বিভিন্ন গ্রামেগঞ্জে টহল ও রুটমার্চ করছেন, কেন্দ্রীয় বাহিনীর যাওয়ানরা l অনেকেই আবার সাধারণ মানুষদের সাথে কথা বলতেও দেখা যাচ্ছে জওয়ানদের, উদ্দেশ্য একটাই সবাই যাতে নিশ্চিন্তে, নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে l তবে গত পঞ্চায়েত নির্বাচনে ছাপ্পা মারার অভিযোগে শিরোনামে এসেছিলো এই জায়গাগুলির নাম, তবে এ ব্যাপারে, মেখেলিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা জানান, বিধানসভা নির্বাচন কে সন্ত্রাস মুক্ত নির্বাচন করতেই তাঁদের রুটমার্চ চলবে l

Related posts

জামালপুরের বনবিবিতলা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন

E Zero Point

বর্ধমানে হাতির তান্ডবঃ মানুষের লোভ ও বন্যপ্রাণী সমস্যা

E Zero Point

অসুস্থ হনুমানের বাচ্ছা উদ্ধার

E Zero Point

মতামত দিন