04/02/2025 : 9:15 PM
আমার বাংলা

আসক্তির বিরুদ্ধে জিহাদ অয়নের, তাই সচেতনতাই হাতিয়ার

জিরো পয়েন্ট নিউজ, পার্থসখা অধিকারী, মেমারি, ৪ ফেব্রুয়ারি ২০২৫ :


“জীবন একটাই __ তাকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন”। “আসক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুবসমাজকে বাঁচান”। “মাদকের বিরুদ্ধে হই সচেতন, বাঁচাই প্রজন্ম বাঁচাই জীবন”। “আপনার সন্তান আপনার শ্রেষ্ঠ সম্পদ, তাকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করুন”। “মাদকাসক্তি লুকানোর বিষয় নয়, ইহা, প্রতিরোধ ও নিরাময় যোগ্য চিকিৎসকের পরামর্শ নিন”। এই ভাবেই সরস্বতী পূজাকে কেন্দ্র করে আসক্তির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলো নুদিপুর বয়েজ স্পোর্টিং ক্লাবের অয়ন হালদার।
মাদক ও সোস্যাল নেটওয়ার্কের প্রতি আসক্তির বিষয়গুলিকে উল্লেখ করে নুদিপুর স্পোর্টিং বয়েজ ক্লাব এর সরস্বতী পূজার এবারের থিম “আসক্তি”। সমগ্র পূজা প্যান্ডেল জুড়ে মাদকের বিরুদ্ধে সচেতনতার বার্তা এবং সোশ্যাল মিডিয়া তথা অ্যান্ড্রয়েড ফোনের অত্যাধিক ব্যবহার মানব জীবনের ছন্দপতন ঘটাতে পারে বলে মনে করেন নুদীপুর স্পোর্টিং বয়েজ ক্লাবের কর্মকর্তা গণ।
প্রকৃতপক্ষে সামান্য কয়েকজনের একতায় সৃষ্টি হয়েছে নুদিপুর স্পোটিং বয়েজ ক্লাব। এক কথায় বলতে গেলে ছোট্ট একটি সংগঠন কিন্তু সংগঠনটি ছোট্ট হলেও তাদের চিন্তা ভাবনা যে মহৎ তা প্রমাণ করে দেয় সংগঠনের পূজা মন্ডপ।

Related posts

পেক্সালন প্রিমিয়ার লীগ মেমারিতে

E Zero Point

মেমারি ১ ব্লকের আশাকর্মীদের বীরাঙ্গনা সংবর্ধনা

E Zero Point

মেমারিতে বিজেপির কর্মী সম্মেলন

E Zero Point

মতামত দিন