04/02/2025 : 9:01 PM
অন্যান্য

গর্ভধারিনী – থিমে নিজস্বতা বজায় রাখলো নুদীপুর

জিরো পয়েন্ট নিউজ, পার্থসখা অধিকারী, মেমারি, ৪ ফেব্রুয়ারি ২০২৫ :


সন্তানের জীবনে মায়ের অবদান যে কতখানি সেই বিষয়টি তুলে ধরতে সরস্বতী পুজোয় মেমারির নুদীপুর স্কুল পাড়া ব্যবসায়ী সমিতি এবারের পূজোর থিম করেছেন __ “গর্ভধারিনী”। অপূর্ব সুন্দর মণ্ডপের শিল্পকলা, অনবদ্য প্রতিমার রূপ। গর্ভধারণ থেকে সন্তানের জন্মদান, তাকে লালন পালন, শিক্ষাদান এবং সমাজের বুকে একজন প্রকৃত মানুষ করে তোলার ক্ষেত্রে মায়ের ভূমিকা যে সর্বাধিক তা এখানে শিল্পকলার মাধ্যমে সম্পূর্ণরূপে ফুটিয়ে তোলা হয়েছে।

এমনকি মায়ের স্নেহের আঁচল যে সমাজের সর্বত্র ছড়িয়ে থাকে সরস্বতী প্রতিমার আঁচলটি সমগ্র মণ্ডপ জুড়ে মেলে ধরে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। গ্রাম বাংলার পূজা কমিটির মধ্যে এই ধরনের উন্নত চিন্তা ভাবনা সত্যিই প্রশংসার যোগ্য। সবচেয়ে বড় কথা হলো, সম্পূর্ণ মণ্ডপটি পুজো কমিটির সদস্যরা নিজ হাতে করেছেন। দৃষ্টিনন্দন এই মন্ডপ এবং প্রতিমা যে দর্শকদের নজর কাড়বে তা অবশ্যই অনুমান করা যায়।

Related posts

রাজ্যে ১৭০ কিমি ভয়ঙ্কর গতিবেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’

E Zero Point

মেমারি বিজেপি কিষান মোর্চার পক্ষ থেকে ডেপুটেশন

E Zero Point

মেমারিতে লকডাউনের তৃতীয় দিন- রাজ্যে করোনা আক্রান্ত ১০ থেকে ১৫ হল….মেমারিবাসী সচেতন থাকুন

E Zero Point

মতামত দিন