জিরো পয়েন্ট নিউজ, নিজস্ব সংবাদ, মেমারি, ৩ ফেব্রুয়ারি ২০২৫ :
রবিবার মেমারি সম্প্রীতি ঐক্যের পক্ষ থেকে সম্প্রীতির স্নেহমিলন আয়োজিত হয় পাল্লা রোডে দামোদর নদীর চরে। দ্বিপ্রাহরিক স্নেহভোজনের সাথে বেশ কিছু আনন্দপ্রমোদমূলক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মূলত মেমারির সম্প্রীতি ঐক্যের পথচলা শুরু সামাজিক কাজকর্ম নিয়ে। সামাজে সমস্ত পিছিয়ে পড়া মানুষ, অসহায় দরিদ্র, মানুষের পাশে থাকা, হাসপাতালে অসহায় রোগীকে চিকিৎসা পরিষেবায় পৌঁছে দেওয়া, রক্তদান কর্মসূচী, বৃক্ষরোপণ কর্মসূচি, শীতবস্ত্র প্রদানের মাধ্যমে মেমারি সহ আশপাশ এলাকার সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছে সম্প্রীতি ঐক্যের সদস্যরা।
এদিনের স্নেহমিলনে সম্প্রীতি ঐক্যের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন মেমারির বেশ কয়েটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।