04/02/2025 : 9:11 PM
আমার বাংলা

দুর্ঘটনা এড়াতে নাকা চেকিং পুলিশের

জিরো পয়েন্ট নিউজ -বিশ্বজিৎ রায়, কোচবিহার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ :


সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন এলাকায় নাকা চেকিং চালালো কুচুলীবাড়ি থানার পুলিশ। রাজ্যের বিভিন্ন এলাকায় সরস্বতী পুজোয় বেপরোয়া বাইকের দাপটে দুর্ঘটনা ঘটেই চলেছে, বাড়ছে প্রানহানির সংখ্যা । বেপরোয়া বাইকের দাপট রুখতে গত রবিবার ও সোমবার অভিযানে নামে কুচুলীবাড়ি থানার পুলিশ। কুচলীবাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক ভাস্কর রায় জানান, এই সীমান্ত এলাকায় বিশেষ করে সরস্বতী পুজোয় বেপরোয়া বাইকের দাপট বাড়ে, তেমনি কমবয়সী অনেক ছাত্র অতিরিক্ত মদ্যপান করে আইনের তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। অনেক সময় হেলমেট না পরেই দুইজনের অধিক বাইকে উঠেন।

মূলত এই সমস্ত বিষয়কে প্রাধান্য দিয়ে আমরা এই দুইদিন অভিযানে নামি, যাতে পথ চলতি সাধারণ মানুষ নিরাপদে পুজো উপভোগ করতে পারে। এদিন বেশ কিছু সংখ্যক বাইক ও চালকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় এবং ফাইন করা হয়। আগামীতেও তাঁদের এই অভিযান জারি থাকবে বলে তিনি জানান। কুচুলীবাড়ি থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Related posts

স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি স্থাপন মেমারিতে

E Zero Point

মেমারি পৌরসভার উচিৎ সুনির্দিষ্ট নীতি নির্ধারণ করে পুর্নবাসন দিয়ে হকার উচ্ছেদ করাঃ সিটু নেতা পীয়ুষ বিশ্বাস

E Zero Point

করোনাকালে বৈশাখী উৎসব কমিটির মানবিক মুখ

E Zero Point

মতামত দিন