26/09/2022 : 2:05 AM
BREAKING NEWS
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কৃষকদের স্বার্থে বিজেপির ডেপুটেশন

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ২২ ডিসেম্বর ২০২১:


বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এর নির্দেশ অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না বিধানসভার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বুধবার রায়না এক ও দুই ব্লক অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয় ।

বেশ কয়েকদিন আগে নিম্নচাপের জেরে বৃষ্টিতে যেভাবে কৃষকদের ক্ষতি হয়ে গিয়েছে তার চিত্র কারো অজানা নয়। এমনকি অনেক জায়গায় ঋণের দায়ে জর্জরিত হয়ে কিংবা জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার জন্য অবসাদে আত্মঘাতী হয়েছেন এমন কৃষকের সংখ্যা নেহাত কম নয়।

কৃষকের নষ্ট হয়ে যাওয়া জমির ফসলের ক্ষতিপূরণ এবং যারা আত্মঘাতী হয়েছেন তারা যাতে ক্ষতিপূরণ পান সেই দাবিতে বিজেপির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল রায়না দু’নম্বর বিডিও অফিসে। কৃষকদের স্বার্থে বেশকিছু দাবি-দাওয়া নিয়ে বুধবার এই ডেপুটেশন কর্মসূচি। এদিন ডেপুটেশন কর্মসূচিতে রায়না বিধানসভার সকল বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Related posts

উৎসশ্রী কি কোনো নতুন দূর্নীতির জন্ম দেবে?

E Zero Point

আঝাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের রাস্তায় বসে বিক্ষোভ

E Zero Point

বিজেপি থেকে তৃণমূলে যোগদান বর্ধমানে

E Zero Point

মতামত দিন