স্টাফ রিপোর্টারঃ লকডাউন পরিস্থিতিতে দরিদ্র মানুষের কপালে মধ্যে এক অনিশ্চিত ভবিষতের অদৃশ্য চিন্তারেখা দেখা যাচ্ছে, ঠিক যেমন একদিকে আমরা সকলে মিলে অদৃশ্য করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। এমতাবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় যেমন দিনরাত পরিশ্রম করে জনগণের পাশে আছেন ঠিক তেমনই মেমারিবাসীর পাশে আছেন মেমারি পৌরসভার উপ-পৌরপ্রধান সুপ্রিয় সামন্তর নেতৃ্ত্বাধীন তৃণমূল কার্যকর্তারা। গত ৮ এপ্রিল মেমারি ১ ও ২ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কৌশিক মল্লিকের উদ্যোগে দ্বিতীয়বারের মত মেমারি পৌরসভার ৯ নং ওয়ার্ডে দরিদ্র মানুষদের খাদ্যসামগ্রী প্রদান করেন। উক্ত ত্রানকার্যে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার উপ-পৌরপ্রধান সুপ্রিয় সামন্ত, ৯নং ওয়ার্ড কাউন্সিলার রূপা খাঁড়া, ছাত্রযুব নেতা মুকেশ শর্মা, মাজসেবী শুভেন্দু গুহ, অশোক কোলে প্রমুখ সদস্যবৃন্দ। আজ প্রায় ৫৫জন দরিদ্র মানুষকে ৪ কেজি করে আলু, ৩ কেজি করে চাল, বিস্কুট, সাবান , মুড়ি,ও মাস্ক দেওয়া হয়। অনুষ্ঠানের মূল উদ্দ্যোক্তা শিক্ষকনেতা কৌশিক মল্লিকের একান্ত অনুরোধে উপস্থিত সাংবাদিকরা কিছু খাদ্যসামগ্রীর প্যাকেট অসহায় মানুষদের হাতে তুলে দেন।