13/09/2024 : 3:55 AM
অন্যান্য

মেমারিতে বিধবা ও অসহায় মহিলাদের সাহায্য করলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত

স্টাফ রিপোর্টারঃ গত ৮ এপ্রিল মেমারি খাঁড়ো ফুটবল মাঠে পশ্চিমবঙ্গ রাজ‍্য জমিয়াত-এ উলেমা উদ্দ্যোগে করোনা ভইরাসের পরিপ্রেক্ষিতে লকডাউনের প্রভাব মেমারি এলাকাসহ আশপাশের গ্রামের বিধবা ও অসহায় মহিলাদের পরিবারে পড়েছে।  এমতাবস্থায় বিধিবদ্ধ নিয়মে সর্বধর্ম নির্বিশেষে বিধবা ও অসহায় মহিলাদের খাদ্যসামগ্রী সাহায্য হিসাবে তুলে দেওয়া হয়।

পশ্চিমবঙ্গ রাজ‍্য জমিয়াত-এ উলেমায়ের রাজ‍্য সাধারণ সম্পাদক কারী সামসুদ্দিন আহমেদ জানান উক্ত খাদ্য সামগ্রীতে  চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, নুন, সাবান যুক্ত খাদ্যসামগ্রীর প‍্যাকেট খাঁড়োর ৪০ জন মহিলার হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও প্রায় ৫০০ পরিবারের মধ‍্যে এই ধরনের খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে বিভিন্ন গ্রামে।

উক্ত কর্মসূচীতে খাঁড়ো যুবক সংঘের সদস্যদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গ রাজ‍্য জমিয়াত-এ উলেমার সকল সদস্যরা করোনার প্রকোপ থেকে মুক্তির জন্য ও বিশ্বশান্তির জন্য প্রার্থণা করেন।

Related posts

মেমারি পুলিশ থেকে অভাবীদের সাহায্য করলেন

E Zero Point

করোনা ভাইরাস নিয়ে সচেতনতা মঙ্গলকোটে

E Zero Point

পূর্ব বর্ধমানের শ্মশানের প্রতীক্ষালয় থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

E Zero Point

মতামত দিন