নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ সকাল থেকে বিভিন্ন ওয়াটসঅ্যাপ গ্রুপে রিপোর্টসহ শেয়ার হচ্ছিল যে পূর্ব বর্ধমান জেলাতে করোনার পজিটিভ কেস ধরা পড়েছে। অবশেষে পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক সন্দেহজনক যে ২০টি স্যাম্পেল পাঠানো হয়েছিল তার মধ্যে থেকে একজনের কেস পজিটিভ ধরা পড়েছে।
পূর্ব বর্ধমানে করোনা ভাইরাসের আক্রান্ত এক ব্যক্তির হদিশ মিললো। বাড়ি জেলার খণ্ডঘোষে। বছর ৪৩ ওই ব্যক্তি কলকাতার মেটিয়াবুরুজে পোশাকের কারখানায় কাজ করতেন। ওই ব্যক্তি বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের ধারে কোভিড হাসপালে ভর্তি ছিলেন। জেলাশাসক বিজয় ভারতী ও পুলিশ সুপার ভাস্কর মুখার্জী বলেন এলাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবারের বাকী সদস্যসহ ৩০ জনকে কোয়ারিন্টেনে রাখা হয়েছে এবং গোটা গ্রাম সিল করে দেওয়া হয়েছে। বাড়ি থেকে পুলিশ নিয়ে গেছে।