স্টাফ রিপোর্টারঃ গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ৫ এপ্রিল রবিবার, রাত ৯টায় ঘরের সব আলো বন্ধ করে ঘরের দরজা বা বারান্দায় দাঁড়িয়ে ৯ মিনিটের জন্যে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর অনুরোধ করলেন প্রধানমন্ত্রী।৫ এপ্রিল রবিবার, রাত ৯টায় ঘরের সব আলো বন্ধ করে ঘরের দরজা বা বারান্দায় দাঁড়িয়ে ৯ মিনিটের জন্যে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী।
আজ মেমারি শহরে মোদী সমর্থকরা মাইক প্রচারও করেন। মেমারি শহরের কিছু অংশ সাড়া দিল প্রধানমন্ত্রীর সম্মানে। শুধু প্রদীপও জ্বললো না তার সঙ্গে পাড়ায় পাড়ায় বাজলো শঙ্খ, কাঁসর, ঘন্টা। দূরে শোনা গেল বাজির আওয়াজও।
কিন্তু প্রশ্ন হচ্ছে এরপর কি হবে ? অসহায় দরিদ্র থেকে মধ্যবিত্ত সকলের মনে একই প্রশ্ন।