17/04/2024 : 9:22 AM
অন্যান্য

মেমারিতেও ন’টা থেকে ৯ মিনিট, মোদির ডাকে জ্বললো প্রদীপ….বাজলো শঙ্খও, সঙ্গে শব্দ বাজিও…এরপর কি হবে?

স্টাফ রিপোর্টারঃ গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ৫ এপ্রিল রবিবার, রাত ৯টায় ঘরের সব আলো বন্ধ করে ঘরের দরজা বা বারান্দায় দাঁড়িয়ে ৯ মিনিটের জন্যে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর অনুরোধ করলেন প্রধানমন্ত্রী।৫ এপ্রিল রবিবার, রাত ৯টায় ঘরের সব আলো বন্ধ করে ঘরের দরজা বা বারান্দায় দাঁড়িয়ে ৯ মিনিটের জন্যে মোমবাতি, প্রদীপ, টর্চ বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী।

আজ মেমারি শহরে মোদী সমর্থকরা মাইক প্রচারও করেন। মেমারি শহরের কিছু অংশ সাড়া দিল প্রধানমন্ত্রীর সম্মানে। শুধু প্রদীপও জ্বললো না তার সঙ্গে পাড়ায় পাড়ায় বাজলো শঙ্খ, কাঁসর, ঘন্টা। দূরে শোনা গেল বাজির আওয়াজও।

কিন্তু প্রশ্ন হচ্ছে এরপর কি হবে ? অসহায় দরিদ্র থেকে মধ্যবিত্ত সকলের মনে একই প্রশ্ন।

 

Related posts

সব দোকান-বাজার খোলা থাকবে, গুজব ছড়ালে কড়া ব্যবস্থা: মুখ্যমন্ত্রী

E Zero Point

এবার গলসীতে এক মহিলা করোনা পজিটিভ, পূর্ব বর্ধমানে একদিনে ২ জন

E Zero Point

ভিড় নিয়ন্ত্রণে এবার সশস্ত্র পুলিশ, কলকাতা সহ দুই জেলা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

E Zero Point