06/10/2024 : 7:05 AM
অন্যান্য

পৌরপ্রধানের উপস্থিতিতে মেমারির ক্লাব উদয়ণ থেকে অন্নদান

স্টাফ রিপোর্টার, মেমারিঃ নর নারায়ণ সেবা মানুষের মুখ্য ধর্ম। বর্তমানে করোনার আতঙ্কে লকডাউনের পরিস্থিতিতে আজ মানুষ সেটা আরও ভালো বুঝেছে। দিকে দিকে মানুষের পেটে কর্মহীনতরা জন্য খিদে বাড়ছে। এইমতাবস্থায় মেমারির বামুনপাড়ার ক্লাব উদয়ণ আজ ১৩ নং ওয়ার্ডের অসহায় কিছু মানুষকে মেমারি পৌরসভার পুরপিতা স্বপন বিষয়ীর উপস্থিতিতে। এর পর ক্লাব সেক্রেটারী সন্তু নায়েক তার অন্যান্য সদস্য প্রসেনজিত, কালিপদ, বাবুসোনা, সুকুমার, উত্তম, অশোক, রাজা, প্রশান্ত, পিন্টু, ভোলা প্রমুখ সদস্যদের নিয়ে মেমারি ষ্টেশন সহ অন্যান্য এলাকায় প্রায় ৩০০ অসহায় মানুষের মুখে অন্ন তুলে দেন।

প্রসঙ্গত উল্লেখ্য ক্লাব উদয়ণ তখা ১৩ নং ওয়ার্ডের জনপ্রিয় যুবক সন্তু নায়েক মানুষের আপদে বিপদে সবসময় পাশে থাকেন। লকডাউন পরিস্থিতিতে মানুষ যাতে সবরকম সরকারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে সকলকে অবগত করান।

Related posts

লকডাউনের তৃতীয় দফাতেও অন্নদান সেবা চালু থাকবে বর্ধমানের গুরুদুয়ারে

E Zero Point

পারিবারিক অশান্তির জেরে ট্রেনের সামনে ঝাঁপ, আত্মঘাতী যুবক মেমারিতে

E Zero Point

গান্ধী জয়ন্তী উপলক্ষে প্রাকৃতিক চিকিৎসা ব্যবস্থাপনার ওপর ওয়েবিনার

E Zero Point