বিশেষ সংবাদঃ গতকাল বীরভূমের একজনের করোনা পজিটিভ ধরা পড়েছে বলে রামপুরহাট স্বাস্থ্য জেলা দপ্তর সূত্রে খবর। তাকে “বোলপুর গ্লোকাল করোনা হাসপাতালে”ভর্তি করা হয়েছে। অন্যদিকে আগেই ভর্তি থাকা দুই করোনা আক্রান্ত রোগীকে আজ ৬ দিনের মাথায় ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আজকের এই করোনা আক্রান্ত ২৪ বছর বয়সী এই যুবক একজন পরিযায়ী শ্রমিক। তার বাড়ি বীরভূমের নলহাটি থানার আমাইপুর গ্রামে। সপ্তাহ খানেক আগেই পশ্চিম মেদিনীপুর থেকে জেলায় ফিরেছিলেন এবং বীরভূমের নলহাটী ১ নং ব্লক এলাকায় গভঃ কোয়ারান্টিনে ছিলেন। এই নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭ জন। তবে ইতমধ্যেই মল্লারপুর থানা এলাকার ৩ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় আজ আইসোলেশন এ ভর্তি রয়েছেন ৩৬ জন। গভঃ কোয়ারান্টিনে রয়েছেন ১,১৬২ জন। জেলা থেকে আজ পর্যন্ত ১,৬০৯ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলেও এ পর্যন্ত ৮৩৫ জনের রিপোর্ট পাওয়া গেছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর।